লন্ডন: প্রিমিয়ার লিগের (Premier League) খেতাবি দৌড় থেকে প্রায় ছিটকে গেল লিভারপুল (Liverpool FC)। বুধবার সন্ধেয় মার্সি সাইড ডার্বিতে এভার্টনের কাছে ২-০ হেরে গেল জুর্গেন ক্লপের (Jurgen Klopp) দল। মহম্মদ সালাহদের জন্য এটা ছিল জোড়া ধাক্কা। একে তো খেতাবি দৌড় হাতছাড়া হল, তার উপর সম্মানের লড়াইয়ে হার।
এদিন জিততে পারলে শীর্ষস্থানে থাকা আর্সেনালের (Arsenal) সমান ৭৭ পয়েন্ট হয়ে যেত লিভারপুলের। যদিও গোলপার্থক্যে দুইয়েই থাকতে হত তাদের। তবু চাপে থাকত মিকেল আর্তেতার (Mikel Arteta) আর্সেনাল। যেমন ম্যান সিটি (Man City) তাদের চাপে রেখেছে। সিটি আর্সেনালের থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা দুই ম্যাচ কম খেলেছে। সেই দুই ম্যাচ জিতলে তারাই শীর্ষস্থান দখল করবে।
আরও পড়ুন: দু’ দেশের পতাকা হাতে ভারত-পাক মৈত্রীর বার্তা দিলেন পাকিস্তানি অ্যাথলিট
What a win for @Everton! ?
They emerge victorious against Liverpool in the Merseyside derby! pic.twitter.com/WOUdvRvez4
— Premier League (@premierleague) April 24, 2024
এভার্টনের বিরুদ্ধে এদিন প্রচুর সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ সালাহ, লুইস দিয়াজরা। এভার্টন গোলকিপার জর্ডান পিকফোর্ডও বেশ কিছু ভালো সেভ করেছেন। অন্যদিকে কম সুযোগ তৈরি করেও বাজিমাত করল এভার্টন। গোলদুটি করলেন ব্রাথওয়েট এবং কালভার্ট-লুইন।
এদিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ ফলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। অন্য দুটি গোল হ্যারি ম্যাগুয়ার এবং র্যাসমাস হোয়লুন্ডের। এই জয়ে ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে উঠে এল এরিক টেন হাগের দল।
দেখুন অন্য খবর: