করণ জোহরের হাত ধরে বলিউড ডেবিউ করছেন দক্ষিণের অভিনেতা বিজয় দেভেরকোন্ডা।বিজয়ের বলিউড ডেবিউ ছবি ‘লাইগার’। বলিউডে বিজয়ের প্রোমোশনের বিন্দুমাত্র খামতি রাখবেন না করণ। শোনা যাচ্ছে রজনীকান্তের ছবির প্রোমোশনের থেকেও নাকি বেশি জাঁকজমকপূর্ণ ডেবিউ হতে চলেছে বিজয়ের। ‘লাইগার’-এর প্রোমোশনে কোন কিছুরই বাকি রাখছেন না কেজো।
অনেকেই বলছেন ‘লাইগার’-এর প্রোমোশনের জন্য করণ যতটা খরচখরচা করছেন ততটা খরচ তিনি এর আগে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সময়ে করেছিলেন। বিজয়ের ডেবিউ আর সেই সময় বরুণ ধাওয়ানের ডেবিউ-এর মধ্যে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন।
আরও পড়ুন : সিদ্ধার্থের ভার্চুয়াল স্মরণসভা
দক্ষিণে বিজয়ের জনপ্রিয়তা রীতিমতো বেশি। সেই জনপ্রিয়তা দেখেই এবার তাঁকে বলিউডে আনার চেষ্টা করছেন বলিউডের পরিচালকরা। করণের ‘লাইগার’ ছাড়াও পরিচালক পুরি জগন্নাথ আরও একটি অ্যাকশন ছবির প্ল্যান করছেন বিজয়ের সঙ্গে। সেই ছবিও প্রযোজনা করতে পারে ধর্মা প্রোডাকশনই।
‘লাইগার’-এর জন্য রীতিমতো খাটাখাটনি করেছেন বিজয়। ছবি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, ‘লাইগার’ আসলে বড়পর্দায় দেখার মতোই ছবি। ছবির অ্যাকশন দৃশ্যের জন্য প্রচুর খেটেছেন তিনি। ছবিতে এমন কিছু আছে যা এর আগে দর্শক দেখেননি। বোঝাই যাচ্ছে মহামারীর কালে ধুঁকতে থাকা ইন্ডাস্ট্রির অন্যতম ভরসা হতে চলেছে বিজয়- করণ জুটির ‘লাইগার’।
আরও পড়ুন : ইস্তানবুলে মস্তির মুডে ক্যাটসুন্দরী