নিজের অর্ধেক বয়সি মডেলদের সঙ্গে একের পর এক প্রেম করছেন হলিউডের ‘টাইটানিক’ হিরো। কি খবর এমন কিছু নতুন নয়। এবছরের গোড়ার দিকে একুশ বছরের নতুন মডেল জোসি রেডমন্ডের সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন শুধু শোনা যায়নি, কালো পোশাকে মাছকে মুখ ঢেকে চিল্টার্ন ফায়ার হাউস থেকে বেরোতে দেখা গিয়েছিল। ভোরের আলো ফোটার আগেই রাত কাটিয়ে তারা বেরিয়ে আসছিলেন। পাপারাজদের ক্যামেরাবন্দিও হয়েছিলেন। যা দেখে লিওর ভক্তরা সংশয় প্রকাশ করে ছিলেন,’তাহলে কি জিজি হাদিদ অতীত!’
এবার শোনা যাচ্ছে ভারতীয় সুপারমডেল নীলম গিলের সঙ্গে বলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর সম্পর্কের কথা সংবাদ মাধ্যমে বারে বারে উঠে আসছে। যদিও ভারতে নীলমের জন্ম হয়নি। নীলমের instagram একাউন্ট এ লেখা আছে তিনি আদপে ব্রিটিশ ও পাঞ্জাবি মডেল। নিজের পরিচয় তিনি দেন ভারতীয় বংশোদ্ভুত হিসেবেই। ভারতের সঙ্গে নাড়ির টান কোনকালেই অস্বীকার করেন না তিনি।
এখন অনেকেরই প্রশ্ন কি কারনে তিনি হলিউড সুপারস্টার ডিক্যাপ্রিওর মনে ধরলেন! অল্প বয়স থেকেই মডেলিং এ তার হাতেখড়ি। মাত্র ১৪ বছর বয়সে বারবেরি ক্যাম্পেনের মুখ হয়ে নজর কেড়েছিলেন এই মডেল। ভারতীয় হিসেবে এই মুকুট তাঁর মাথাতে প্রথম এসেছিল। বহু নাম যাদের সংস্থার মুখ এই নীলাম। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগের সংখ্যা যথেষ্ট।
সম্প্রতি মুম্বইতে ‘নীতা ও মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলম।সেখানে বেশ কিছু হলিউড ব্যাক্তিত্ত্ব উপস্হিত ছিলেন।হলিউডের খ্যাতনামা পরিচালক মার্টিন স্করসিস এর পরবর্তী ছবি ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’ এ দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ছবিটি চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পাবে।
টাইটানিকের ‘জ্যাক’এর বয়স এই মুহূর্তে ৪৮। অন্যদিকে নীলাম সবে ২৮। নিউ যাদের সঙ্গে ডেট করেন তাদের নাকি সবারই বয়স পঁচিশের কোঠায়… সে দিক থেকে দেখতে গেলে নীলাম কিছুটা বড়ই বলতে হবে! তাতে কিছু করার নেই। প্রেম বয়সের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে থাকে না। এবার এই ভারতীয় মডেল নীলামে মজেছেন লিওনার্দো। বেশ কিছুদিন ধরেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। শুধু তাই নয় সম্প্রতি তারা ডিনারে গিয়েছিলেন।সেখানে হাজির ছিলেন ডিক্যাপ্রিওর মা ইর্মেলিন ইন্ডেনবার্কেনও। পাপারাদজিদের ক্যামেরা দেখে মাছকে মুখগুলো করতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের নৈশব হজের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আর তারপরই প্রশ্ন উঠেছে তবে কি ডিক্যাপ্রিও- নীলাম মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন!