কিছুদিন আগে খবরে প্রকাশ লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। এই খবরের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লিয়েন্ডার এবং কিমের কিছু ছবি প্রকাশ্যে আসায় ক্রীড়াজগৎ ও বিনোদন জগতের মানুষজন বিস্মিত হন নি। লি-কিমের এই ছবি গোয়ার একটি বিচ ফ্রন্ট বার এন্ড রেস্টুরেন্টের সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে। খুব স্বাভাবিক কারণেই নেটিজেনদের প্রশ্ন তাহলে কি লিয়েন্ডার পেজ এবং কিম শর্মা প্রেম করছেন? ভাইরাল হওয়া ছবিতে দুজনের ঘনিষ্ঠতা দেখে অনুরাগীদের এমনই প্রশ্ন। প্রকাশ্যে অবশ্য দুজনের কেউই কোনো মন্তব্য করেননি। অনেকে আবার মজা করে জানতে চেয়েছেন তাহলে কি ওয়েব সিরিজে লি-র বিপরীতে কিমকে দেখা যাবে! রেস্তোরাঁ কর্তৃপক্ষ দুজনের লোভনীয় সব ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। খাবারের ডিশের সামনে যেমন অন্তরঙ্গ মুহূর্তের ছবি, আবার পোষ্য কুকুরদেরকে সঙ্গে নিয়ে লিয়েন্ডারের কোলে বসে আছেন বলিউড অভিনেত্রী কিম। এসব অন্তরঙ্গ ছবি দেখে দুই ছেলের সম্পর্ক নিয়ে জল্পনা এখন বিভিন্ন মহলে তুঙ্গে উঠেছে। গোয়ায় দারুন ছুটি কাটাচ্ছেন লি এবং কিম। শোনা যাচ্ছিল হাসিনা দিলরুবা খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে ডেট করছিলেন কিম। তাহলে কি হর্ষবর্ধন কে ছেড়ে লি এর দিকে সরে এলেন!
প্রসঙ্গত, ২০১৭ সালে রেহা পিল্লাইয়ের সঙ্গে লিয়েন্ডারের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপর পুনা নতুন সম্পর্কে জড়িয়েছেন কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। নেটিজেনরা আশায় দিন গুনছেন কবে লি-কিম মুখ খোলেন তাদের সম্পর্ক নিয়ে।