বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল গত বছর। তার সংস্কার ছিল একটি বাংলা ওয়েব সিরিজ যার নাম ‘আনন্দ আশ্রম’। গতবছর ১৫ নভেম্বর মৃত্যু হয়েছিল তাঁর। তার অভিনীত বেশ কয়েকটি প্রজেক্ট এখনো মুক্তি পায়নি। যার মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্যের এই ওয়েব সিরিজ ছবি ‘আনন্দ আশ্রম’। এই সিরিজটি তৈরি হয়েছে একটি ভৌতিক কাহিনী নিয়ে। যদিও এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। নায়িকার চরিত্রে রয়েছেন নবাগতা স্বস্তিকা দত্ত।
আরও পড়ুন: দিলীপ সাবের বাংলার ভুল ধরিয়ে দিতেন সুচিত্রা
প্রান্তিকের কথায় এই ছবিতে বেশ কিছু ইমোশনাল টাচ রয়েছে। একটি বনেদি বাড়ি কে ঘিরেই এই ওয়েব সিরিজের গল্প তৈরি হয়েছে। এটি পরিচালনা করেছেন অরিজিৎ চক্রবর্তী। দুই প্রজন্ম কে ঘিরে এই ছবির গল্পে বেশকিছু টুইস্ট আছে। ছটি এপিসোডে দেখানো হবে এই ওয়েব সিরিজ। সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুর পর বেশ কিছুদিন বন্ধ ছিল এই ওয়েব সিরিজের শুটিং। সৌমিত্র বাবু কে নিয়ে এই ওয়েব সিরিজের বেশিরভাগ অংশই শুটিং সারা হয়ে গিয়েছিল। চিত্রনাট্যে কোনরকম পরিবর্তন না করেই এটির শুটিং পর্ব শেষ হয়েছিল। চলতি বছরেই মুক্তি পেতে পারে আনন্দ আশ্রম ওয়েব সিরিজটি।