প্রকাশ্যে সাহায্যের আর্তি জানালেন ‘লগান’ অভিনেত্রী। এ যেন ‘লগান’ এর এক অন্য এপিসোড। অভিনেত্রী পারভীনা এক সাক্ষাৎকারে বলেছেন, কাস্টিং ডিরেক্টর হওয়ার মতন যোগ্যতা তাঁর আছে। তিনি আমিরের কাছে কাজের আর্জি জানিয়েছেন। জানা গেছে গত বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পারভিনা নিদারুণ অর্থাভাবে ভুগছেন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে তিনি নিস্ব হয়ে গেছেন। তাই এই ‘লগান’ অভিনেত্রী আমিরের কাছে সাহায্য প্রার্থী।
আরও পড়ুন: অমিতাভ-মিঠুনের সহঅভিনেতার কাজ নেই
আমিরের সহ-অভিনেত্রী জানিয়েছেন এই মুহূর্তে তাঁর শুধু আর্থিক সাহায্যের প্রয়োজন। দারুন কষ্টের মধ্যে তার দিন কাটছে। এই দুঃসময়ে অবশ্য বেশ কিছু বিশ্বস্ত বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজনকে তিনি পাশে পেয়েছেন। তবুও তিনি কোনো কাজের সন্ধানে রয়েছেন। নানান ছবি প্রযোজক সংস্থার কাছে তিনি কাস্টিং ডিরেক্টরের কাজের জন্য আবেদন করেছেন। তিনি বলেছেন, আমার এই দুরবস্থার কথা হয়তো ‘আমির ভাই’য়ের কানে পৌঁছয় নি।
তিনি আরো জানান, ‘লগান’ ছবির বহু কলাকুশলীদের ব্যক্তিগতভাবে আমির সাহায্য করেছেন। আজ আমিও তার কাছে সাহায্য চাইছি। আমার অনুরোধ আমিরের অফিসে যদি কোন কাজ থাকে তাহলে যেন উনি আমাকে সেই কাজে নিয়োগ করেন।পারভীনা প্রায় ১৭টি ছবিতে কাজ করেছেন। এরমধ্যে ‘কোহরাম’, ‘লাল সালাম’,’পিঞ্জর’, ‘আব তুমহারে হাওয়ালে ওতে সাথিও’বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘ডর’ সিরিয়ালে পারভিন ইরফান খানের সঙ্গে কাজ করেছেন। বেশকিছু বিজ্ঞাপনেও পারভিন কে দেখা গেছে।ইতিমধ্যেই পারভীনা অক্ষয় কুমার ও সনু সুদের কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছেন। তার অসহায় অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘সিনে এন্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’।