কলকাতা: আমির খানের (Amir Khan) ‘লগান’ (Lagaan) সিনামের কথা নিশ্চয়ই মনে আছে। যেখানে এলিজাবেথ রাসেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এক সুন্দরী বিদেশিনী। যিনি আবার আমিরের প্রেমেও পড়েছিলেন। কথা হচ্ছে ব্রিটিশ অভিনেত্রী রেচেল শেলি ( Rachel Shelley) নিয়ে, ‘লাগানে’ যিনি ইংরেজের ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও ‘লাগান’ ছবির পর আর কোনও হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি রেচেলকে। শোনা যাচ্ছে, দীর্ঘ ২২ বছর পর আবারও ফিরছেন আবারও বলিউডে ফিরছেন তিনি। তবে ছবি নয়, এবার ওয়েবসিরিজে দেখা যাবে শেলিকে।
সুদীপ শর্মা পরিচালিত ওয়েব সিরিজ ‘কোহরা’তে অভিনয় করবেন রেচেল। ইতিমধ্যেই সামনে এসেছে ‘কোহরা’র ট্রেলার। যা দেখে মনে হচ্ছে এটি থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। যে ওয়েব সিরিজের শ্যুটিং কোভিডের সময়ে হয়েছিল। এক সাক্ষাত্কারে পরিচালক সুদীপ শর্মা বলেন, ‘আমি এমন কোনও ব্রিটিশ অভিনেত্রীকে চেয়েছিলাম, যিনি ভারতীয় শ্যুটিং স্টাইল, কাজকর্মের সঙ্গে পরিচিত। এছাড়া আমার ওয়েব সিরিজের বাজেটও কম ছিল। তাই নামী, ভীষণ খ্যতনামা কাউকে নেওয়া সম্ভব ছিল না। আর যেহেতু রেচেল এখানে আগে কাজ করেছেন, তাই ওঁর কাছেই এই কাজের প্রস্তাব রেখেছিলাম। আর উনি যেহেতু লগানে কাজ করেছেন, তাই জানেন যে এখানে শ্যুটিংয়ে কেমন পাগলামো চলে।’
আরও পড়ুন:Alex Carey | Ashes Series | চুল কাটিয়ে পয়সা দেননি অজি উইকেটকিপার! বলছেন ইংল্যান্ডের নাপিত
রেচেল ছাড়াও ‘কোহরা’তে অভিনয় করছেন সুবিন্দর ভিকি, বরুন সোবতি, বরুণ বাদোলা, হারলিন শেঠি এবং মনীশ চৌধুরীর মতো অভিনেতারা। ১৫ই জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কোহরা’। বিয়ের আগে পঞ্জাবে এক জন প্রবাসী ভারতীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর ঘনীভূত রহস্য এই সিরিজ়ের মূল বিষয়। ‘লগান’ ছাড়াও ‘দ্য কলিং,’ ‘লাইটহাউস’ সহ বহু ইংরাজি ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী রেচেল শেলিকে।