ওয়েব ডেস্ক: ২৫ বছর পর ফিরছে পুরনো নস্টালজি। ছোটপর্দায় ফের আসতে চলেছে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi)। শুধু তাই নয়, কামব্যাক করছেন তুলসী তথা স্মৃতি ইরানি (Smriti Irani)। ২৫ বছর পরে ফের তুলসীর চরিত্রে দেখা যাবে স্মৃতিকে। এবার আগের থেকে অনেক পরিণত রূপে দর্শকরা দেখতে পাবেন তুলসীকে। প্রাকশ্যে এসেছে নতুন প্রোমো। সেই প্রোমোর ঝলকেই সামনে এল সম্প্রচারের দিনক্ষণ।
সালটা ২০০০, ছোট পর্দায় শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’। এই ধারাবাহিক দর্শকমনে এক বিশেষ জায়গা তৈরি করেছিল। নির্দিষ্ট সময়ে টেলিভিশনের পর্দায় তুলসী ও মিহিরের দাম্পত্যের রসায়ন উপভোগ করতেন দর্শকরা। ২০০৮ সালে বন্ধ হয় সেই জনপ্রিয় ধারাবাহিকে প্রচার। দর্শকের স্মৃতির পাতায় আজও উজ্জ্বল ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের নানা মুহূর্ত। ২৫ বছর পরে পর্দায় ফিরছে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি। প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে তুলসীর লুক। এরই সঙ্গে জানানো হয়েছে কবে থেকে ও কোন সময়ে দেখানো হবে এই সিরিয়াল। পরিচালক একতা কাপুর এই শোয়ের প্রথম ঝলক সকলের সামনে প্রকাশ্যে এনেছেন, যেখানে তুলসী বিরানিকে দেখা গিয়েছে ২৫ বছর আগের চেনা চরিত্রে। কবে থেকে পর্দায় আসছে নতুন আঙ্গিকে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক? চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে আগামী ২৯ জুলাই, রাত ১০.৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’।
আরও পড়ুন: টপের উপর নীল অন্তর্বাস পরে কটাক্ষের শিকার নেহা
View this post on Instagram
অন্য খবর দেখুন