‘সত্যমেব জয়তে ২’ তে ফের স্বমহিমায় ফিরছেন ‘দিলরুবা’ ওরফে নোরা ফতেহি। সত্যমেব জয়তে ছবিতে ‘দিলবর দিলবর’ গানে ডান্স করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন ‘দিলরুবা’ নোরা। পরিচালক মিলাপ জাভেরির ‘সত্যমেব জয়তে ২’-তেও থাকছেন নোরার জবরদস্ত ডান্স।মঙ্গলবারই মিলেছিল এমনটাই আভাস।অবশেষে মুক্তি পেল ছবির নতুন গান ‘কুসু কুসু’।তানিষ্ক বাগচির সুরে-কথায় গানটি গেয়েছেন জারাহ খান ও দেব নেগি।‘সত্যমেব জয়তে ২’-তে মুখ্য ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম এবং দিব্যা কুমার খোসলা। ছবিতে ট্রিপল রোলে দেখা যাবে জনকে।আগামী ২৫ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে জমজমাট এই অ্যাকশন থ্রিলার।কিন্তু তার আগে দেখে নেওয়া যাক ‘সত্যমেব জয়তে ২’-এর নতুন কুসু কুসু এবং নোরার নজরকাড়া ডান্স।