ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ‘কৃষ'(Krrish) পরিচালক রাকেশ রোশন যখন ঘোষণা করেছিলেন যে তার ছেলে অভিনেতা হৃতিক রোশন(Hrithik Roshan) ফ্র্যাঞ্চাইজির(Franchisee) পরিচালক হবেন তখন থেকেই ‘ক্রিশ ৪'(Krrish 4) সংবাদের শিরোনামে উঠে এসেছে। আর সেই সঙ্গে ভক্তদের উত্তেজনা বাড়তে শুরু করেছে। এবার নতুন করে এই ছবি সম্পর্কে আরও তথ্য সামনে এসেছে।
বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটানোর পর এই সুপারহিরো ছবির এবার পরিচালক হিসেবে বলিউডের ‘গ্রিক গড’ আত্মপ্রকাশ করতে চলেছেন। সূত্রের খবর, পারিবারিক আবেগ এবং সম্পর্কের ওপর নির্ভর করে ভিএফএক্স এর উপর জোর দেওয়া হবে এই ছবিতে। থাকবে অতীত ভবিষ্যতের বিভিন্ন সময়সীমার মেলবন্ধন(Time-Travel Film) ‘ক্রিশ ৪’ এর চিত্র কাহিনীতে। জানা গেল এই ছবিতে তিনিই নায়ক(Hero) আবার তিনিই খলনায়ক(Villain)। হ্যাঁ, ঠিকই পড়লেন। শুধুই কি তাই? এর আগের দুটো ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। এবার নাকি হৃতিককে এই ছবিতে তিনটি চরিত্রে(Portray Triple Role) দেখা যাবে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন:শাহরুখ-কন্যা সুহানার মা হবেন না দীপিকা!
প্রসঙ্গত,পরিচালক হিসেবে হৃতিকের নাম সামনে আসার সাথে সাথে প্রিয়াঙ্কা চোপড়া প্রতিক্রিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। ভক্তদের অনেকেরই জিজ্ঞাসা তাহলে কি চতুর্থ কিস্তিতে অভিনেত্রী আবার পর্দায় ফিরে আসছেন! এছাড়া অভিনেত্রী হিসেবে নোরা ফাতেহি থাকবেন বলে অনেকের ধারণা। তবে তিনি একেবারেই অন্য লোকে ধরা দিতে পারেন। একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী এই সুপারহিরো ছবির বিভিন্ন চরিত্র রূপায়ণকারীদের মধ্যে প্রীতি জিন্টা থাকতে পারেন। এমনকি বিবেক ওবেরয়, নাসির উদ্দিন শাহ, রেখা পুনরায় ছবির নতুন কিস্তিতে অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছে।
রাকেশ ইনস্টাগ্রামে লিখেছিলেন, “দুগ্গু ২৫ বছর আগে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম এবং আজ আবার ২৫ বছর পর তোমাকে দুই চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়া এবং আমি একজন পরিচালক হিসেবে লঞ্চ করছি আমাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ছবি #ক্রিশ৪ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভকামনা এবং আশীর্বাদ সহ এই নতুন অবতারে তোমাদের সকলের সাফল্য কামনা করছি!।”
প্রসঙ্গত, ‘ক্রিশ’ এর ফিল্ম ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল ‘কোই মিল গ্যায়া’ দিয়ে, প্রধান চরিত্রে হৃতিকের সঙ্গে ছিলেন প্রীতি জিন্টা এবং রেখা। গত বছর, ৮ আগস্ট এই ছবির ২০ বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় কিস্তি কৃষ-এ, হৃতিকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া প্রধান ভূমিকায় ছিলেন। ‘ক্রিশ থ্রি’তেও ছিল এই জুটিই। এবার ভক্তরা অধীর আগ্রহে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশ ‘ক্রিশ ৪’ -এর জন্য অপেক্ষা করছেন।