কলকাতা: চলতি বছরের জাতীয় পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। ৬৯’তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে লক্ষ্মণ উতরেকরের ‘মিমি’র (Mimi) জন্যে সেরা অভিনেত্রীর (Actress) খেতাব জিতেছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। প্রথমবার অভিনেত্রীর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার (National Film Award 2023)।
‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন কৃতি এই খবর পাওয়ার পরই উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অভিনেত্রী। জাতীয় পুরস্কারের জন্য দর্শক ও পরিবারকে ধন্যবাদ জানান কৃতি। নিজের এই সাফল্যের জন্য ঈশ্বরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। শনিবার সকালেই গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে পরিবারের সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) পুজো দিতে গেলেন কৃতি শ্যানন। পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার। পুজো দিয়ে বেরিয়ে পাপারাৎজিদের মধ্যে প্রসাদ ভাগ করে নিলেন। অনুরাগীদের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুললেন। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা এবং বোন নুপুর শ্যাননও।
অভিনেত্রী বলেছেন, ‘আমি খুব উত্তেজিত, আবেগপ্রবণ, বিশ্বাস করতে পারছি না, এইমাত্র যা ঘটেছে। এখনও এটায় ডুবে আছি। নিজেকে চিমটি কাটছি। আমার পুরো পরিবারের জন্য একটি বড় মুহূর্ত। আসলে, মিমি একটি খুব বিশেষ চলচ্চিত্র এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। আমার অভিনয় এই পুরস্কারের যে যোগ্য, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য, আমি শুধু জুরিকে যথেষ্ট ধন্যবাদ জানাতে চাই। আমি বাকরুদ্ধ।’
আরও পড়ুন:Amitabh Bachchan | Shahrukh Khan | ১৭ বছর পর ক্যামেরার সামনে মুখোমুখি বলিউডের শাহেনশাহ ও বাদশা
উল্লেখ্য, ‘মিমি’ ছবিতে সারোগেট মাদারের চরিত্রে দেখা মিলেছিল কৃতির। কৃতির সঙ্গে যৌথ ভাবে আলিয়া ভাটও জাতীয় পুরস্কার পেয়েছেন। আলিয়ার সঙ্গে এই সম্মান ভাগ নিতে পেরে গর্বিত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘অভিনন্দন আলিয়া! তুমি এই সম্মানের যোগ্য! আমি তোমার ভক্ত, খুব উত্তেজিত এই পুরস্কার তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরে।’ অন্যদিকে, আলিয়াও জবাবে লেখেন, ‘আমার মনে আছে, যেদিন ‘মিমি’ দেখি তোমায় মেসেজ করেছিলাম। খুব সৎ প্রচেষ্টা, দুর্দান্ত পারফরম্যান্স… আমি খুব কেঁদেছিলাম ওইদিন। তুমি এই সম্মানের যোগ্য। এই ভাবেই জ্বলে ওঠো। এই বিশ্ব তোমার…’।