কলকাতা: অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee), শিবপ্রসাদের বহুরূপী’ তাঁকে নতুন জন্ম দিয়েছে। আর সৃজিতের কিলবিল সোসাইটি তাঁকে এক আলাদা পরিচিতি দিয়েছে। এই দুই ছবির হাত ধরে কেরিয়ারের মোড় ঘুরেছে ৩৬০ ডিগ্রি। কর্মাশিয়াল ছবির নায়িকা থেকে তিনি এখন ঝিমলি-পূর্ণার ডিগ্ল্যাম চরিত্রে অভিনয় করে বাজার কাঁপাচ্ছেন। ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করে নায়িকা তার পরের দিনই শহর ছাড়েন প্রেমিক বনির সঙ্গে। এই মুহূর্তে কৌশানী ও বনি ভ্যাকেশন উপভোগ করছেন ইন্দোনেশিয়ার বালিতে। আর সেখান থেকেই কালো পোশাকে আবেদনময়ী হয়ে ধরা দিলেন কৌশানী (Koushani Mukherjee Wearing Black Outfit)।
বালি থেকে একাধিক ছবি পোস্ট করেছেন কৌশানী। ছবিতে বোল্ড ব্ল্যাক আউটফিটে ধরা দিলেন নায়িকা। কালো রঙের কো-অর্ড সেটে কৌশানীর থেকে চোখ ফেরানো দায়। ক্রপ টপের ফাঁক থেকে কার্ভি ফিগারে কৌশানী যেন হট। মেকআপ করেননি, শুধু হালকা লিপস্টিক দিয়েছেন। খোলা চুল ও কৌশানীর কিলার পোজ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। কালো পোশাকে বম্বশেল হয়ে ধরা দিলেন কৌশানী। ভ্যাকেশনে গেলে কৌশানীর সব ছবিই বনি তুলে দেন। এক্ষেত্রেও তাই হয়েছে। কৌশানী এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ভ্যাকেশন গোল।
আরও পড়ুন:ইশার বোল্ডনেসে কুপকাত নেটাগরিকরা
View this post on Instagram
অন্য খবর দেখুন