আগামী শুক্রবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে সলমন খান ও আয়ুশ শর্মার ছবি ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’।ছবি মুক্তির আগে প্রকাশ্যে এল অন্তিম-এর অ্যাকশন প্যাকড্ মিউজিক ভিডিও ‘কোই তো আয়েগা’।মহেশ মঞ্জরেকর পরিচালিত এই ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিলবে সলমন খানের।আয়ুশ রয়েছেন গ্যাংস্টারের চরিত্রে।‘অন্তিম’-এর নতুন গানে মারকাটারি মেজাজে দেখা গেল দুই মুখ্য অভিনেতাকে।রবি বশরুরের সুরে ছবির ‘অন্তিম দ্য ফাইনাল ট্রুথ’-এর এই নতুন গান গেয়েছেন একঝাঁক কলাকুশলী।ছবি মুক্তি পেতে এখনও হাতে গোনা কদিন বাকি,কিন্তু তার আগে ‘অন্তিম’-এর নতুন গানের ঝলক রইল শুধুমাত্র আপনাদের জন্য।