‘জঙ্গলে মিতিন মাসি’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। নাম ভূমিকায় এই ছবিতেই টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখা যাবে। এর আগেও তাকে এই চরিত্রে দেখা গিয়েছিল। অরিন্দম শীল পরিচালিত এই ছবির শুটিং করতেই দলমা পাহাড়ে গিয়েছিলেন কোয়েল মল্লিক।
কোয়েল এর আগে বেশ কয়েকবার জানিয়েছেন যে তিনি ঈশ্বর বিশ্বাসী। নিজেদের বাড়িতে বেশ জাঁকজমকপূর্ণ দূর্গা পূজোর আয়োজন তাঁর অনুরাগীরা প্রতিবছরই দেখতে পান। তাই শুটিংয়ের ফাঁকে ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহাতে মন্দির দেখতে পেয়ে সেখানে হাজির হয়েছিলেন কোয়েল। মন্দির দর্শনে যাবার সময় তার পরনে ছিল টি-শার্ট আর ঢিলেঢালা প্যান্ট। মন্দিরের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই টলিউড অভিনেত্রীকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। অবশ্য ট্রোলের মুখে পড়ে মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী কোয়েল।
শুটিংয়ের ফাঁকেই তীর্থভ্রমণ করেন অভিনেত্রী। সিঁড়ি বেয়ে উঠে মহাদেব দর্শন করেন তিনি। বজরংবলীর মন্দিরে গিয়েও পুজো দেন কোয়েল। হ্যাশট্যাগে তুমি লেখেন ঝাড়খন্ড ভ্রমণের অভিজ্ঞতা। লাল মাটির দেশে অজানা মন্দিরে গিয়ে উচ্ছ্বসিত হন কোয়েল।
তারপরই তাঁর পোশাক নিয়ে নেটিজেনরা কটাক্ষ করে লেখেন, ‘একজন বাঙালি অথবা হিন্দু হিসেবে মন্দিরে যাওয়ার সময় আমাদের শাড়ি অথবা সালোয়ার পড়ে যাওয়া উচিত। এটাই আমাদের সংস্কৃতি’। তৎক্ষণা ৎ অভিনেত্রী পাল্টা উত্তর দেন,’ভক্তি মনের ব্যাপার,পোশাকের নয়…’।
নানান সময় কোয়েলের পোশাক নিয়ে তাঁকে ট্রোল হতে দেখা যায়। যদিও সব সময় তিনি তাতে কর্ণপাত করেন না।