ভালো আছেন কবীর সুমন। তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত রবিবার মাঝরাতে ফুসফুসে মারাত্মক সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে চিকিৎসকদের একটাই স্বস্তি যে, তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ। ইতিমধ্যেই চালু হয়েছে অ্যান্টিবায়োটিক। সিটি স্ক্যান, এক্স রে ছাড়াও আরও বেশ কয়েকটি পরীক্ষাও হয়েছে। তবে গত সোমবার পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছিল যে কথা বলতে পারছিলেন না সুমন। কিন্তু মঙ্গলবার তিনি অনেকটাই ভালো আছেন। কথাও বলতে পারছেন। রক্তচাপ স্বাভাবিক। তবে এখনও অক্সিজেন নির্ভরতা রয়েছে। সোমবার প্রায় ৭ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সকালে ৪ লিটার মাত্রায় অক্সিজেন দিয়েই অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তরল খাবার দেওয়া হয়েছে তাঁকে।
তবে অসুস্থ হলেও কবীর সুমন রয়েছেন তাঁর নিজের মেজাজেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যখন দেখা করতে যান, তখন রীতিমতো শারীরিক সমস্যা উপেক্ষা করেই কথা বলার চেষ্টা করেন তিনি। রাত ৩টের সময় ঘুম ভেঙে গেলে বেশ কিছুটা সময় জেগেই থাকেন। চিকিৎসকদের আশা, মনের জোরেই আবার গেয়ে উঠবেন কবীর – ‘কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি’।