কলকাতা: আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে প্রো কবাডি লিগ (Pro Kabaddi League)। এই নিয়ে দশম মরসুমে পড়ল জনপ্রিয় এই টুর্নামেন্ট। ২০১৪ সালে শুরু হয়েছিল আট দল দিয়ে। এখন দলের সংখ্যা ১২। স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, বেড়েছে খেলার আকর্ষণ। এমনকী ভিউয়ারশিপে আইপিএলের (IPL) পরেই চলে এসেছে প্রো কবাডি লিগ।
এ মরসুমেও ১২টা দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন সিস্টেমে খেলবে। ২০১৭ এবং ২০১৮-১৯ মরসুমে এই টুর্নামেন্টে বড় বদল এসেছিল। আট থেকে দলের সংখ্যা ১২ করা ছাড়াও ফর্ম্যাটে বদল এসেছিল। দলগুলিকে দুটি ডিভিশনে ভাগ করা হয়েছিল যাকে বলা হচ্ছিল জোন। তবে পরের মরসুম থেকে আবার রাউন্ড রবিন লিগ এবং দুই লেগের পুরনো ফর্ম্যাটেই ফিরে যাওয়া হয়।
আরও পড়ুন: শুরু হচ্ছে প্রো কবাডি লিগ, জেনে নিন ইতিহাস
এই মরসুমে অংশগ্রহণকারী দলগুলো সম্পর্কে অল্প করে জেনে নেওয়া যাক।
১) বেঙ্গল ওয়ারিয়র্স
মালিক: বার্থরাইট গেমস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড
অধিনায়ক: মনিন্দর সিং
সবথেকে দামি খেলোয়াড়: মনিন্দর সিং (২.১২ কোটি)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ১৯ জন
২) বেঙ্গালুরু বুলস
মালিক: ডব্লুএল লিগ প্রাইভেট লিমিটেড
অধিনায়ক: পবন সেহরাওয়াত
সবথেকে দামি খেলোয়াড়: বিকাশ কান্দোলা (৫৫.২৫ লক্ষ)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ২৫
৩) দবং দিল্লি কেসি
মালিক: রাধা কাপুর খান্না
অধিনায়ক: যোগীন্দর সিং নারওয়াল
সবথেকে দামি খেলোয়াড়: আশু মালিক (৯৬.২৫ লক্ষ)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ২০ জন
৪) গুজরাত জায়ান্টস
মালিক: আদানি উইলমার লিমিটেড
অধিনায়ক: সুনীল কুমার
সবথেকে দামি খেলোয়াড়: ফাজেল আত্রাচালি (১.৬০ কোটি)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ২০ জন
৫) হরিয়ানা স্টিলার্স
মালিক: জেএসডব্লু স্পোর্টস
অধিনায়ক: এখনও ঘোষিত হয়নি
সবথেকে দামি খেলোয়াড়: সিদ্ধার্থ দেশাই (১ কোটি)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ২১ জন
৬) জয়পুর পিঙ্ক প্যান্থার্স
মালিক: অভিষেক বচ্চন
অধিনায়ক: এখনও ঘোষিত হয়নি
সবথেকে দামি খেলোয়াড়: রাহুল চৌধুরী (১৩ লক্ষ)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ১৯ জন
৭) পাটনা পাইরেটস
মালিক: রাজেশ ভি শাহ
অধিনায়ক: প্রশান্ত কুমার রাই
সবথেকে দামি খেলোয়াড়: মনজিৎ (৯২ লক্ষ)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ২২
৮) পুনেরি পল্টন
মালিক: ইনশিওরকোট স্পোর্টস প্রাইভেট লিমিটেড
অধিনায়ক: নীতিন তোমর
সবথেকে দামি খেলোয়াড়: মোহাম্মদরেজা শাদলুই চিয়ানেহ (২.৩৫ কোটি)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ১৮
৯) তামিল থালাইভাস
মালিক: ম্যাজিকা স্পোর্টস ভেঞ্চার প্রাইভেট লিমিটেড
অধিনায়ক: পিও সুরজিত সিং
সবথেকে দামি খেলোয়াড়: মাসানামুথু লক্ষ্মণন (৩১.৬০ লক্ষ)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ২১ জন
১০) তেলুগু টাইটানস
মালিক: শ্রীনিবাস শ্রীরামনেনি-ভিরা স্পোর্টস
অধিনায়ক: রোহিত কুমার
সবথেকে দামি খেলোয়াড়: পবন কুমার সেহরাওয়াত (২.৬০ কোটি)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ১৮
১১) ইউ মুম্বা
মালিক: রনি স্ক্রুওয়ালা
অধিনায়ক: ফাজেল আত্রাচালি
সবথেকে দামি খেলোয়াড়: গুমান সিং (৮৫ লক্ষ)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ২২
১২) ইউপি যোদ্ধাস
মালিক: জিএমআর লিগ গেমস প্রাইভেট লিমিটেড
অধিনায়ক: এখনও ঘোষিত হয়নি
সবথেকে দামি খেলোয়াড়: বিজয় মালিক (৮৫ লক্ষ)
স্কোয়াডে মোট খেলোয়াড়: ১৮