২০২২ এর ৭ জানুযারী থেকে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব , চলবে ১৪ জানুয়ারি। অতিমারির কারণে গত বছর থেকেই পরিবর্তন হয়েছে এই চলচ্চিত্র উৎসবের নির্ঘন্ট।
এই অতিমারিতেই সিনেপ্রমী দর্শক অনেক প্রখ্যাত গুণী তারকাদের হারিয়েছেন। তাঁদের কথা স্মরণ করতেই বেশকিছু পরিকল্পনা করছে চলচ্চিত্র উৎসব কমিটি।
সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায়, দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত কে হারিয়েছে সিনেপ্রেমী দর্শক। এদের সৃষ্ট চরিত্র কাহিনি দর্শক মনে চির বিদ্যমান। সেই সব ছবি দেখানোর পরিকল্পনা করা হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবে। সূত্র অনুযায়ী থাকছে এদেরকে ঘিরে আলোচনা , প্রদর্শনী।
প্রসঙ্গত এই বছরও চলচ্চিত্র উৎসবের রাশ থাকছে পরিচালক প্রযোজক বিধায়ক রাজ চক্রবর্তীর হাতে। তবে চলচ্চিত্র কমিটিতে নতুন বেশ কিছু মুখ সংযোজন হয়েছে, তারা প্রত্যেকেই চলচ্চিত্র জগতের তারকা।