তাঁরা কি আদৌ প্রেম করছেন? নাকি তাঁরা শুধুই ভাল বন্ধু? – কিয়ারা আদবানি আর সিদ্ধার্থ মালহোত্রা সম্পর্কে এমন কানাঘুষো প্রশ্ন বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়! এবার বুঝি সেই প্রশ্নেরই উত্তর দিলেন কিয়ারা। যদিও কিয়ারার উত্তরে মোটেই সন্তুষ্ট হতে পারেনি নেটিজেন!
সিদ্ধার্থের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে কিয়ারার স্পষ্ট জবাব, সিদ্ধার্থ তাঁর খুব কাছের বন্ধু! আপকামিং ‘শেরশাহ’-এ সিডের সঙ্গেই কাজ করছেন কিয়ারা। কো-স্টার হিসেবে সিড কেমন প্রশ্নের উত্তরে কিয়ারা মত, কো-স্টার হিসেবে সিদ্ধার্থের তুলনা মেলা ভার। সেটে সব সময়ে নিজের চরিত্র সম্পর্কে ফোকাসড্ থাকেন তিনি। চিত্রনাট্য পড়া, বারবার অভ্যেস করা- সব সময়েই সেটে ব্যস্ত থাকেন সিদ্ধার্থ। সেটে সিদ্ধার্থের মতো করেই নাকি নিজেকে তৈরি করতে ভালবাসেন কিয়ারাও। কাজেই দুজনের অফ স্ক্রিন তালমিল বেশ ভালই।
ইন্ডাস্ট্রিতে তাঁর যতজন বন্ধু আছেন, সিদ্ধার্থ তাদের মধ্যে সবথেকে স্পেশাল কিয়ারার কাছে। সিদ্ধার্থ ভীষণ প্রাণোচ্ছ্বল, সব সময়েই মজা করতে ভালবাসেন তিনি। সিডের এই চারিত্রিক বৈশিষ্ট্যই সবথেকে বেশি টানে কিয়ারাকে। ‘শেরশাহ’-এ সিদ্ধার্থের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল। সিডের সঙ্গে কাজ করা তাঁর কাছে একটা বড় পাওনা,বলছেন ‘কবীর সিং’-এর নায়িকা।
রিয়েল লাইফে কোনও দিনই অবশ্য সিডের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সরাসরি স্বীকার করেননি কিয়ারা। লাভবার্ডের সোশ্যাল মিডিয়া পিডিএ- ই তাঁদের জুটিতে থাকার সম্ভাবনা আরও উস্কে দেয়। অক্ষয় কুমার থেকে শুরু করে অনেক সেলিব্রেটিই বারবার কিয়ারা- সিডের রসায়নে ইন্ধন জুগিয়েছেন। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সিড – কিয়ারা দুজনই ।আর এবার তো সিদ্ধার্থ সম্পর্কে কিয়ারার মন্তব্যে একেবারেই হতাশ হয়ে পড়লেন নেটিজেন!