মুম্বই : খলনায়ক(Khalnayak) রূপে পর্দায় ফিরতে চলেছেন সঞ্জুবাবা(Sanjubaba)।এমনই জল্পনা উসকে দিলেন পরিচালক সুভাষ ঘাই(Subhash Ghai)।গত জুনেই ত্রিশ বছর পূর্ণ করেছে খলনায়ক।সেই উপলক্ষে দেশের একশোরও বেশি পর্দায় ফের মুক্তি পাচ্ছে(Re-Release) সুভাষ ঘাই পরিচালিত এই জমজমাট অ্যাকশন ফিল্ম।সদ্যই পরিচালক জানিয়েছেন,খলনায়ক(Khalnayak),কর্মা(Karma),সওদাগর(Saudagar) কিংবা পরদেশ(Pardesh)-এর মতো ছবি তাঁরা তৈরি করেছেন।বলিউডের বহু প্রযোজক সেই সব ছবির রিমেক(Remake) অথবা সিক্যুয়েল(Sequel) তৈরি করার ইচ্ছেপ্রকাশ করেছেন।তাই খুব শীঘ্রই হয়ত কোনও একটি ছবির সিক্যুয়েল আসতে চলেছে।গদর ২-র দুর্দান্ত সাফল্যের পর বলিপাড়ার অনেকেই সুভাষ ঘাইকে জিজ্ঞেস করেছেন কেন খলনায়ক ২(Khalnayak 2) তৈরি করছেন না তিনি?এই প্রসঙ্গে পরিচালক জানাচ্ছেন,জলদিই বড় সুখবর দেবেন তিনি।যে ছবিতে সঞ্জয় দত্তর(Sanjay Dutt) সঙ্গে অভিনয় করবেন বলিউডের এক নতুন প্রজন্মের তারকা।সুভাষ ঘাইয়ের পরিচালনায় এই নতুন ছবি খলনায়ক ২ ছাড়া অন্য কোনও ছবি নয়, এমনটাই জোর গুঞ্জন বলিপাড়ায়।
খলনায়ক-এর ত্রিশ বছর পর আরও একবার বড়পর্দায় ফিরছে নাইনটিজের নস্টালজিয়া। কারণ,ফের সিনেমাহলে মুক্তি পেতে চলেছে সুভাষ ঘাইয়ের আইকনিক ফিল্ম খলনায়ক।ছবিতে সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত।ছবির রি-রিলিজ নিয়ে সদ্যই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক সুভাষ ঘাই। পরিচালক জানান,দর্শক নস্টালজিয়া ভালবাসেন।তাঁরা ফের একবার খলনায়ক বলু বলরামকে দেখার জন্য নিশ্চয় উন্মুখ হয়ে আছেন।বড়পর্দায় খলনায়ক ফের মুক্তি পেলে নিশ্চয় দর্শক দেখতে ভীড় করবেন। মুক্তা আর্টস সিনেমার ব্যানারে বিগত দিনে কর্মা,খলনায়ক,সওদাগর কিংবা পরদেশ ছাড়াও আরও বহু ছবি তৈরি করেছেন যে সব ছবি বক্সঅফিসে শুধু ভাল ব্যবসাই করেনি।পরিচিতি পেয়েছে বলিউডের আইকনিক ফিল্ম হিসেবেও।
নির্মাতারা বহুদিন ধরেই বেশ কিছু ছবির রিমেক অথবা সিক্যুয়েল তৈরির প্রস্তাব দিয়েছেন।অবশেষে সেই নিয়ে বড় পরিকল্পনা করছেন সুভাষ ঘাই।খুব শীঘ্রই তাঁদের প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আসবে বড় খবর। পরিচালক আরও জানাচ্ছেন,তাঁদের কাছে ছবির গল্পের রীতিমতো একটি স্টোরি ল্যাব রয়েছে। আপাতত সিক্যুয়েলের কাহিনি-চিত্রনাট্য নিয়েই কাজ করছে ছবির গোটা টিম।সেই ছবিতে যে সঞ্জয় দত্ত অভিনয় করবেন তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন বর্ষীয়ান পরিচালক।পাশাপাশি বলিউডের নতুন কোনও অভিনেতাকে ছবিতে নিতে চান তিনি।