কলকাতা: অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়(Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের(Churni Ganguly) পুত্র(Son) উজান(Ujaan) ইতিমধ্যেই টলিউডে অভিনেতা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। ২০১৮ সালে ‘রসগোল্লা'(Rosogolla) ছবিতে নবীনচন্দ্র দাসের(Nobin Ch. Das) চরিত্রে উজান অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি অস্তে চলেছেন পরিচালকের আসনে। শুধু পরিচালনা নয় এই ছবিতে তিনি পর্দাতেও থাকবেন। তার সঙ্গে পর্দায় দেখা যাবে গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য(Rapurna Bhattacharjee)কে।
ছবির সম্ভাব্য নাম ‘কাতুকুতু বুড়ো’। এটি একটি রমকম ছবি। রাপূর্ণা ইতিমধ্যেই ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং ‘রক্তবীজ ২’ ছবিতে গান গেয়ে যথেষ্ট নজর কেড়েছেন।
আরও পড়ুন:একরত্তি মেয়েকে রেখে কোন কাজে বিদেশ পাড়ি দিলেন দীপিকা?
প্রসঙ্গত, ‘নগর কীর্তন ছবিতে বাবা-পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে তাকে সহকারী হিসেবে দেখা গিয়েছিল। এরপর ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কলকাতায় ফিরে এসেছেন। সেখানে তালিম নিয়েছেন অভিনয় ও পরিচালনার কাজে।
দেখুন অন্য খবর: