‘বাহুবলী’ খ্যাত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস এর পরবর্তী ছবি ‘সালার’ এ দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে। শোনা যাচ্ছে এই ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে একটি আইটেম গানে নাচতে। ছবিটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ১৫ বছর পর আবার তেলেগু ছবিতে দেখা যাবে মুম্বইয়ের জনপ্রিয় হার্টথ্রব হিরোইন ক্যাটরিনা কাইফকে। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘আল্লারি পিডুগু’ ছবিতে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল কেন্দ্রীয় চরিত্র নান্দামুরি বালাকৃষ্ণর সঙ্গে অভিনয় করতে।
এদিকে ইতিমধ্যেই ‘সালার’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং শেষ হয়ে গিয়েছে। এই ছবিতে প্রভাসকে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। অ্যাকশন- থ্রিলার ঘরানার এই ছবিতে প্রভাস ছাড়া অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়া একটি খল চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। যদিও এখনো এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে ২০২২ সালে ১৪ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ভারতজুড়ে পাঁচটি ভাষায় ছবিটি মুক্তির পরিকল্পনা করছে নির্মাতারা।
চলতি বছরেই প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির মুক্তির কথা। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ভ্যালেন্টাইন ডেতে মুক্তি পেয়েছে এই ছবির টিজার। এছাড়াও প্রভাস ব্যস্ত ওম রাউতের ‘আদিপুরুষ’ নিয়ে। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস ও সীতার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। রাবণের চরিত্রের নামকরণ হয়েছে ‘লঙ্কেশ’, যার ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান। এছাড়াও পরিচালক নাগ অশ্বিনীর একটি সাই-ফাই ছবিতে দীপিকার বিপরীতে কাজ করছেন প্রভাস। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন।
দক্ষিণ ভারতের বিভিন্ন ছবি প্রায়শই হিন্দিতে ডাব করা হয়ে থাকে। এমনকি হিন্দি ছবিও ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় ডাব করার ঘটনা নতুন নয়। আর ইংরেজি ছবি তো আকছার হিন্দিতে ডাব হচ্ছে। এবার পরিচালক নাগ অশ্বিনের পরবর্তী ছবি শুধু প্যান-ইন্ডিয়ায় মুক্তি পাওয়া নয়, গোটা বিশ্বে এই ছবি মুক্তি পাবে। এটি ইংরেজিতে ডাব করা হবে বলে সূত্রের খবর।