ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের হলদি সেরিমনির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।বৃহস্পতিবার সোয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্টে রাজকীয় বিয়ে সেরেছেন বলিপাড়ার এই রিয়েল লাইফ কাপল্।বিয়ের ছবি সেদিন সন্ধ্যায় সোশ্যাল সাইটে শেয়ার করেছিলেন নবদম্পতি।মুহুর্তেই ভাইরাল হয়েছিল সেই ছবি।বিয়ের আগের দিন অর্থাৎ বুধবারই ছিল ভি-ক্যাটের হলদি সেরিমনি।নানা অনুষ্ঠানের মধ্যে পালন করা হয়েছিল হলদি ও মেহেন্দির অনুষ্ঠান।তবে তার কোন ঝলকই দেখতে পায়নি নেটিজেন।এবার প্রকাশ্যে এল ভিকি-ক্যাটরিনার হলদি সেরিমনির ছবি।শনিবার বেলা গড়াতেই ইনস্টা হ্যান্ডেলে জমজমাট হলদি অনুষ্ঠানের ছবি নিজেদের সোশ্যাল সাইটে শেয়ার করলেন ভি-ক্যাট।বিয়ের ছবির মতো তাঁদের হলদি সেরিমনির ছবি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি।ভি-ক্যাটের বিয়েই যে এই মুহূর্তে সোশ্যাল সাইটের অন্যতম ট্রেন্ড সেটা নেটদুনিয়ায় চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে।
View this post on Instagram
View this post on Instagram