শুক্রবার একটু বেশি রাতে ক্যাটরিনার বাড়িতে নাকি হাজির হয়েছিলেন অভিনেতা ভিকি কৌশল। এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র অবশ্য জানিয়েছেন, ম্যারেজ রেজিস্ট্রি করার ব্যাপারে নয়, হবু স্ত্রীর বাড়িতে তিনি গিয়েছিলেন বিয়েতে কোন পোশাক পরা হবে তা নিয়ে আলোচনা করতে। আর কয়েক দিনের মধ্যেই স্বপ্নসুন্দরী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সামাজিক বিয়ে হতে চলেছে। হবু বর-কনে মুখে কুলুপ এটেঁ থাকলেও তাঁদের বিয়ে যে হচ্ছে তা নিয়ে বলিপাড়ায় আর কোনও অনিশ্চয়তা নেই। অতিথিরাও যাতে এই বিয়ের খবর কিংবা ছবি প্রকাশ্যে না আনতে পারে সে জন্য নানান অভিনব ব্যবস্থা করা হয়েছে। শোনা যাচ্ছে ৫ ডিসেম্বর ক্যাট- ভিকি জয়পুর পৌঁছবেন।নিজেদের চিত্রগ্রাহকরা ছাড়া আর কেউ যাতে ছবি তুলতে না পারে সেজন্য এই বলিউড যুগল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জাঁকজমকপূর্ণ বিয়েবাড়িতে পৌঁছবেন। বিয়ের আগে করা ডায়েট মেনে চলছেন ক্যাটরিনা। বিয়ের পোশাকে যেন তাঁকে আরও ফিট এবং তন্বী মনে হয় সেই জন্য খাদ্যতালিকা একেবারেই ছেঁটে ফেলেছেন।
এসব ছাড়াও ক্যাটরিনার বিয়ের প্রস্তুতি তালিকায় রয়েছে পাঞ্জাবি ভাষা শিক্ষাও। একজন গৃহশিক্ষক রেখেছেন ক্যাটরিনা। যিনি মলি সুন্দরী কে পাঞ্জাবি ভাষা শেখাচ্ছেন। কারণ ভিকির বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যরা শুধু পাঞ্জাবি ভাষাতেই কথা বলতে অভ্যস্ত। তাঁদের সঙ্গে কথা বলতে ক্যাট পুরোদমে শিখছেন পাঞ্জাবের ভাষা। বলিউডে কাজ করার জন্য অনেকদিন ধরে হিন্দি ভাষা রপ্ত করেছেন ক্যাটরিনা। এবার শশুড়বাড়ির জন্য তিনি শিখছেন পাঞ্জাবের ভাষা। ভিকির বাড়ির বউরানি হবার জন্য ব্রিটেনের নাগরিক ক্যাটরিনা হিন্দির পর পাঞ্জাবি শিখতেও এগিয়ে এসেছেন।