গতকাল রোববার গভীররাতে হবু শ্বশুর বাড়িতে হাজির হয়েছিলেন ক্যাট। সঙ্গে ছিলেন মা ও ভাই- বোনেরাও। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী কিছুক্ষণের জন্য ক্যাটরিনা পাপারাৎজিদের সামনে পোজ দিয়ে ছবিও তোলেন। ভিকির অ্যাপার্টমেন্টের নিচে সে সময় ভিড় করে দাঁড়িয়ে ছিলেন চিত্রগ্রাহকরা। যে ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ক্যাটের পরনে ছিল সাদা রাফেল শাড়ি। কপালে টিপ, কানে ছিল ভারী দুল, হাতে বালা। হবু বউয়ের খোলা চুলে ছবি তুলেছেন পাপারাৎজ্জির দল।প্রসঙ্গত, রাজস্থানের ৭০০ বছরের পুরনো দুর্গে বসছে ভিকি-ক্যাট’র রাজকীয় বিয়ের আসর। আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার এই দুর্গে তাদের চার হাত এক হতে চলেছে।
তার আগে রবিবার গভীর রাতে সপরিবারে কাটরিনা হাজির হয়েছিলেন অ্যাপার্টমেন্টে। সেজেগুজে ভিকির বাড়িতে ক্যাটরিনার এই উপস্থিতি দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন তবে কি বিয়ের রেজিস্ট্রি সেরে ফেললেন ক্যাটরিনা-ভিকি। মুম্বইতে আইনি বিয়ে সেরে রাজস্থানে সামাজিক বিয়ের উৎসবে যোগ দেওয়ার কথা তাঁদের। সাতপাকে ঘোরার আগে তাহলে কি তাঁরা ব্যাচেলার তকমা সরিয়ে দিলেন নিজেদের নামের পাশ থেকে!