ডিসেম্বরই মুক্তি পাবে পরিচালক রাজা চন্দ পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘কাটাকুটি’।প্রধান চরিত্রে দেখা যাবে সৌরভ দাস ও মানসী সেনগুপ্ত। এই জুটি হিট হলে আগামী দিনে ইন্ডাস্ট্রিকে আর একটি জুটি উপহার দেবেন পরিচালক । প্রসঙ্গত এতোদিন মানসীকে দর্শক সিরিয়ালের খলনায়িকার চরিত্রে দেখেছে। এই প্রথম নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে।
সৌরভের ঠিক বিপরীত চরিত্র মানসী ওরফে ‘কৌশানী’-র। সে স্পষ্ট কথা বলে। এমন বিপরীত মেরুর আদিত্য-কৌশানী স্বাভাবিক ভাবেই পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সাত পাক ঘোরার পরিকল্পনাও করে। কিন্তু বিয়ের আগেই খুন হয়ে যায় নায়কের হবু স্ত্রী। কে বা কারা, কী ভাবে খুন করল? এই নিয়েই গল্প এগোবে।
দীর্ঘ সময় বড় পর্দায় ছবি পরিচালনায় অভ্যস্ত রাজা।এবার তিনি ওয়েব সিরিজ করছেন।অতিমারিতে জনপ্রিয় হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। যদিও এখনও সাধারণ দর্শক সিরিজ বলতে বোঝেন নেটফ্লিক্স বা অ্যামাজন। সেই মাপের কাজ করেছেন পরিচালক। সৌরভকেও একদম অন্যরকম চরিত্রে দেখা যাবে কাটাকুটি’ ওয়েব সিরিজে। সিরিজের পোস্টার প্রকাশ পেলো। পোস্টার দেখেই আন্দাজ করা যায় টানটান রহস্য রোমাঞ্চকর সিরিজ হতে চলেছে কাটাকুটি। আগামী ডিসেম্বরই বহুল প্রচলিত ওয়েব প্ল্যাটফর্মে আসছে এই সিরিজ।