প্রকাশ্যে কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র ফার্স্টলুক পোস্টার।সেই পোস্টার সোশ্যাল সাইটে শেয়ার করলেন অভিনেতা নিজেই।কিছুদিন আগেই জানা গিয়েছিল,একাধিক ছবি থেকে বাদ পড়ার পর পরিচালক হনসল মেহতার ছবিতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।ছবিতে একজন এয়ারফোর্স অফিসারের ভূমিকায় দেখা যাবে ‘লভ আজ কাল’-এর অভিনেতাকে।ক্যাপ্টেন ইন্ডিয়া-র হনসল মেহতার সেই ছবিই।পোস্টারে এয়ারফোর্স অফিসারের ভূমিকাতেই নজর কাড়লেন কার্তিক।সূত্রের খবর,সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ক্যাপ্টেন ইন্ডিয়া-র গল্প।দেশের গৌরবময় এক অধ্যায়কে ছবির গল্পে তুলে ধরেছেন পরিচালক হনসল মেহতা।তাঁর এইরকম একটি ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত অভিনেতা কার্তিক আরিয়ান।