এই মূহুর্তে বলিউডের ব্যস্ততম মুখ অভিনেতা কার্তিক আরিয়ান।সদ্যই একতা কাপুরের প্রযোজনায় রোম্যান্টিক থ্রিলার ফিল্ম ‘ফেড্রি’-র শ্যুটিং শুরু করেছেন ‘লুকাছুপি’-র অভিনেতা।পাশাপাশি কার্তিকের পাইপলাইনে রয়েছে পরিচালক সমীর বিদ্বানসের নতুন ছবি সহ একঝাঁক বিগবাজেট সিনেমা।২০১৯ থেকে শোনা যাচ্ছে ‘ভুলভুলাইয়া ২’ নিয়ে জল্পনা।গত মার্চেই অনীশ বাজমি পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু করেছেন কার্তিক আরিয়ান। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় ‘ভুলভুলাইয়া-২’ এর শ্যুটিং।শোনা যাচ্ছে আগামী ১০ অগস্ট ফের শুরু হবে এই হরর কমেডি ফিল্মের শ্যুটিং।ফেড্রি-র শ্যুটিং বন্ধ রেখে ‘ভুলভুলাইয়া-২’ এর শ্যুটিংয়ে যোগ দেবেন কার্তিক।শ্যুটিং বাকি রয়েছে ছবির অন্য দুই মুখ্য অভিনেত্রী কিয়ারা আডবানি ও তব্বুও।তাঁরাও যোগ দেবেন শ্যুটিংয়ে।গত মাস থেকেই খবর ছিল প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার পরের ছবির নায়ক হচ্ছেন কার্তিক আরিয়ান।শোনা যাচ্ছে ছবির নায়িকাও ঠিক হয়ে গিয়েছে।শুনলে চমকাবেন,কিন্তু এই ছবিতেও কার্তিকের বিপরীতে রয়েছেন কিয়ারা আডবানিই।
সূত্রের খবর,চলতি বছরের ক্রিসমাসে ছুটির মরসুমেই ‘ভুলভুলাইয়া ২’ মুক্তির দিনক্ষণ ঠিক করে ফেলেছেন ছবির নির্মাতা ভূষণ কুমার।অবশ্য এই নিয়ে মোটেও চাপ নিচ্ছেন না পরিচালক অনীশ বাজমি।কারণ,’ভুলভুলাইয়া ২’-এর খুব বেশি শ্যুটিং বাকি নেই।সেপ্টেম্বরের মধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়ে যাবে বলে খবর।ঠিক সময়ে শেষ হবে ‘ভুলভুলাইয়া ২’-এর পোস্ট প্রোডাকশনের কাজও।তাই ছবি মুক্তি নিয়ে কোনরকম সমস্যা হওয়ার কথা নয়।প্রযোজনা সংস্থার অন্দরমহল সূত্রে এমনটাই খবর।