করণ জোহরের সঙ্গে ঝঞ্ঝাটের পর একের পর এক কাজ হাত ছাড়া হয়েছিল কার্তিক আরিয়ানের। যদিও তারপরই একাধিক বলিউডি প্রোজেক্টে নাম লিখিয়েছেন কার্তিক। আর আশ্চর্যের হলেও অভিনেতার প্রত্যেকটি আপকামিং প্রোজেক্টেই তাঁকে নতুন নতুন লুকে দেখতে পাবেন দর্শক।
সমীর বিদ্বানস্-এর আপকামিং ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। ছবির নাম প্রথমে ‘সত্যনারায়ণ কি কথা’ থাকলেও নানা মহল থেকে আপত্তি ওঠায় সেই নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক- পরিচালক। তবে সেই ডামাডোলের মাঝেই সামনে এল ছবিতে কার্তিক আরিয়ানের লুক এবং গল্প।
জানা যাচ্ছে সমীরের ছবিতে স্মল টাউন বয়ের চরিত্রে দেখা যাবে কার্তিককে। ছবির কাহিনি আসলে এক স্মল টাউন বয়ের লাভস্টোরি। শোনা যাচ্ছে ছবির জন্য নিজের লুক একেবারে বদলে ফেলবেন কার্তিক। লম্বা চুল দেখা যাবে না তাঁর। কার্তিকের কুল ডুড অবতার এই ছবিতে নাকি মোটেই থাকবে না। বদলে চুল কেটে একেবারে নতুন লুকে হাজির হওয়ার কথা তাঁর।
আরও পড়ুন : দীপিকার নিজস্ব ব্র্যান্ড
ছবিতে কার্তিকের লুক নিয়ে সমীর বলছেন, এখনও ফাইনাল হয়নি কার্তিকের লুক, পরীক্ষানীরিক্ষা এখনও চলছে। তবে নতুন লুক হাটকে হবেই। সমীরের মতে, তাঁর ছবিতে কার্তিককে যেমন লুকে দেখা যাবে তার সঙ্গে ‘ছোটি সি বাত’ বা ‘চিতচোর’-এর অমল পালেকরের লুকের মিল থাকবে অনেকটাই।
নিজের নতুন লুক নিয়ে কার্তিক নিজেও সুপার এক্সাইটেড। আপকামিং প্রতিটা ছবিতে তাঁর ভিন্ন ভিন্ন লুক নিয়ে নিজেই পরীক্ষানীরিক্ষা শুরু করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন : অনীশের লাভ স্টোরি