ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ‘ধামাকা’। মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল রাম মাধবনির ছবি। মুক্তির পরও দর্শক রীতিমতো পছন্দ করেছে ছবি। এক জনপ্রিয় আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘ধামাকা’। পরিসংখ্যান বলছে নভেম্বরের ২২ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে মোট ৪.৮ মিলিয়ন ঘণ্টা ধরে ‘ধামাকা’ দেখেছেন দর্শক।
ভারত তো বটেই সারা বিশ্বের দর্শকও ‘ধামাকা’র প্রশংসা করেছেন। ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দেশে মুক্তির পর থেকেই প্রথম দশটি ট্রেন্ডিং সিনেমার মধ্যে ছিল কার্তিকের ‘ধামাকা’।
ছবির এহেন সাফল্যে খুশি কার্তিক আরিয়ান। কেরিয়ারের এমন একটা জায়গায় তিনি এসে পৌঁছেছেন যখন নতুন কিছু করতে চাইছিলেন তিনি। এমন সময়েই ‘ধামাকা’র অফার পান কার্তিক। ছবির চিত্রনাট্য এবং বিষয়বস্তু দুই-ই তাঁর দারুণ পছন্দ হয়ে যায়, ‘ধামাকা’য় ‘হ্যাঁ’ বলতে এক মুহূর্তও ভাবেননি তিনি। ছবি সকলের ভাল লেগেছে, এমন কি আন্তর্জাতিক দর্শকও ‘ধামাকা’ পছন্দ করছেন তা জেনে খুশি কার্তিক।
ছবির সাফল্যে খুশি রাম মাধবনিও। ‘ধামাকা’ তাঁর হৃদয়ের কাছাকাছি ছবি। ছবির সাফল্যে তিনি ছবির কাস্ট অ্যান্ড ক্রিউ মেম্বারদের কাছে কৃতজ্ঞ। ক্যামেরার সামনের এবং নেপথ্যের সকলে চুটিয়ে কাজ করেছেন, নিজের নিজের কর্তব্য দারুণ সামলেছেন তাঁরা। ছবির প্রযোজক ও স্ট্রিমিং প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানিয়েছেন রাম। এই মুহূর্তে তারিয়ে তারিয়ে ছবির সাফল্য উপভোগ করা ছাড়া আর কিচ্ছু করতে চাইছেন না ধামাকার পরিচালক।