মুম্বই : ১৯৮৩ বিশ্বকাপ(1983 World Cup) জয়ের গল্প নিয়ে ৮৩(83) তৈরি করেছিলেন পরিচালক কবীর খান(Kabir Khan)।৮৩-র পর ফের বড়পর্দায় আসছে পরিচালকের নতুন স্পোর্টস ড্রামা ফিল্ম(Sports Drama Film)।ছবিতে যে কার্তিক আরিয়ান(Kartick Aaryan) অভিনয় করবেন,এমনটা কিন্তু গতবছরই জানা গিয়েছে।শোনা যাচ্ছে,নতুন এই স্পোর্টস ড্রামা ফিল্মেও রূপোলি পর্দার কপিলদেব রণভীর সিংকে(Ranveer Singh) চেয়েছিলেন পরিচালক কবীর খান।যদিও প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার(Sajid Nadiadwala) অনুরোধে শেষ পর্যন্ত ছবিতে কার্তিক আরিয়ানকে বেছে নেন পরিচালক।সদ্যই কবীর-কার্তিক জুটির প্রথম ছবি নিয়ে মিলেছে জবর খবর।জানা যাচ্ছে,ইতিমধ্যেই নাকি স্পোর্টস ড্রামা ফিল্মের শ্যুটিং শুরু করে দিয়েছেন কার্তিক আরিয়ান,কবীর খানরা।ছবির নামকরণও নাকি করে ফেলেছেন নির্মাতারা।ছবির নাম রাখা হয়েছে চন্দু চ্যাম্পিয়ন(Chandu Champion)।যে চরিত্রে ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, দর্শকদের বজরঙ্গী ভাইজান(Bajrangi Bhaijan)-এর স্মৃতি ফিরিয়ে দেবে কবীর খানের ছবি।চলতি বছরের শেষ পর্যন্ত চলবে চন্দু চ্যাম্পিয়নস-এর শ্যুটিং। ছবিতে দেখা যাবে দুর্দান্ত সব ভিস্যুয়াল এফেক্টস(VFX),তাই ছবির পোস্ট প্রোডাকশনের জন্য বেশ খানিকটা সময় নেবেন পরিচালক কবীর খান।কলাকুশলীরা জানাচ্ছেন ২০২৪এর মাঝামাঝি মুক্তি পেতে পারে চন্দু চ্যাম্পিয়ন।
২০২১সালের শেষে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণভীর সিং অভিনীত ছবি ৮৩।ঠিক সেই সময়ই দেশে হান দেয় করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ।বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৮৩।যদিও পরবর্তীকালে ওটিটিতে যথেষ্ঠ সাফল্য পেয়েছে কবীর খান পরিচালনায় তিরাশি সালের বিশ্বকাপ জয়ের সেই কিংবদন্তী কাহিনি।সমালোচকদের প্রশংসাও পেয়েছে ছবি।তারপরই ৮৩-র অন্যতম প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে নতুন স্পোর্টস ড্রামা ফিল্ম নিয়ে হাত মেলান কবীর খান।যে ছবিতে মু্খ্যভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে।জানা যাচ্ছে,ছবির নাম হতে চলেছে চন্দু চ্যাম্পিয়ন।যদিও নতুন ছবির গল্প কি সেই নিয়ে মুখ খুলছেন না কলাকুশলীরা।আগাম বছর জুন মাস নাগাদ মুক্তি পাবে ছবি।