করোনা সংক্রমণ এবং লকডাউনের জন্য গতবছর থেকেই বন্ধ ছিল শ্যুটিং।এদিকে গোটা দেশ জুড়ে পুরোদমে শুরু হয়ে গিয়েছে ছবির প্রদর্শন।ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একের পর এক ছবির মুক্তি।তাই পুরদস্তুর শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কার্তিক আরিয়ান,রণভীর সিং,রণবীর কাপুররা।কাকতালীয় ভাবে এই তিন বলিতারকাই বর্তমানে রাজধানী দিল্লিতে রয়েছেন তাও আবার একই হোটেলে।আর তার চেয়েও বড় কথা তিনজনেই ব্যস্ত রয়েছেন তিনটি রোম্যান্টিক ছবির শ্যুটিংয়ে।
সদ্যই রাজধানীতে রকি অউর রানি কি প্রেম কাহানির শ্যুটিং শুরু করেছেন করণ জোহর।ছবিতে দু্র্দান্ত রোম্যান্স করতে দেখা যাবে রণভীর সিং ও আলিয়া ভাটকে। ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র,জয়া বচ্চন,শাবানা আজমিও।ছবির শ্যুটিং সূত্রেই দিল্লিতে রয়েছেন রণভীর সিং।
সোনু কে টিটু কি সুইটি খ্যাত পরিচালক লভ রঞ্জনের রম-কম ছবিতে জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।উত্তপ্রদেশে ও মুম্বইয়ের স্টুডিওতে বেশ কয়েকটি শ্যুটিং পর্ব চলার পর আপাতত দিল্লিতেই চলছে লভ রঞ্জনের এই নতুন ছবির শ্যুটিং।
ধামাকা-য় ধামাল করার পর এবার দিল্লিতে শ্যুটিং করছেন কার্তিক আরিয়ানও।অল্লু অর্জুন অভিনীত সুপার ডুপারহিট হিন্দি ছবি আলা বৈকুন্ঠপুরমালু-র হিন্দি রিমেক শেহজাদা-র শ্যুটিং করছেন বলিউডে সারা ফেলে দেওয়া এই অভিনেতা।রোম্যান্টিক এই ফ্যামিলি ড্রামায় কার্তিক আরিয়ানের বিপরীতে রয়েছেন কৃতি স্যানন।