মুম্বই : অবশেষে ফ্লোরে আসতে চলেছে আশিকি ৩(Aashiqui 3)।অনুরাগ বসুর(Anurag Basu) পরিচালনায় ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান(Kartick Aaryan)।তাঁর সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের নবাগতা অভিনেত্রী আকাঙ্খা শর্মা(Akanksha Sharma)।যৌথভাবে ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন মুকেশ ভাট(Mukesh Bhatt) ও ভূষণ কুমার(Bhushan Kumar)।শোনা যাচ্ছে,আশিকি ৩-র গল্প-চিত্রনাট্য ইতিমধ্যেই লিখে ফেলেছেন পরিচালক অনুরাগ বসু।ছবির প্রি-প্রোডাকশন(Pre-Production) নিয়েও কাজ শুরু হয়ে গিয়েছে।কলাকুশলীরা জানাচ্ছেন,সবকিছু প্ল্যানমাফিক চললে জানুয়ারির শেষ দিকেই ফ্লোরে আসতে চলেছে আশিকি ৩।গতবছরই আশিকি ৩-র আনুষ্ঠানিক ঘোষণা করেন ভূষণ কুমার ও মুকেশ ভাট।রাহুল রায় ও আদিত্য রয় কাপুরের পর আশিকি ৩-র লিড রোলে যে কার্তিক আরিয়ানই অভিনয় করবেন,এমনটা তখনই ঘোষণা করেছিলেন প্রযোজকরা।সেই থেকেই জল্পনা চলছে,আশিকি ৩ তে কার্তিকের নায়িকা হিসেবে কোন বলি অভিনেত্রী জুটি বাঁধছেন। চর্চায় উঠে এসেছে জেনিফার উইঙ্গেট,ক্যাটরিনা কাইফ এমনকি দীপিকা পাডুকোনের নাম।কিন্তু নির্মাতারা জানিয়েছিলেন,কার্তিকের নায়িকার চরিত্রে আশিকি ৩তে নতুন মুখ চাইছেন তাঁরা।
সদ্যই খবর মিলেছে,ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করবেন আকাঙ্খা শর্মা।আশিকি ৩ দিয়েই নায়িকার বলিউডে অভিষেক হতে চলেছে।ইতিমধ্যেই বহু কন্নড় ছবিতে অভিনয় করে দারুণ নজর কেড়েছেন আকাঙ্খা।খুব শীঘ্রই নাকি ছবির নায়িকার নাম ঘোষণা করতে পারেন নির্মাতারা।চলতি বছরে কার্তিকের টাইট সিডিউল।বর্তমানে কবীর খানের পরিচালনায় চন্দু চ্যাম্পিয়ন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভুল ভুলাইয়া ২-র তারকা।পাইপলাইনে রয়েছে আরও অনেক ছবি।নির্মাতা সংস্থা সূত্রে জানা যাচ্ছে,আগামী বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ফ্লোরে আসতে পারে আশিকি ৩।ছবির গানে সুর করার দায়িত্ব পেয়েছেন প্রীতম।আশিকি ছবির জনপ্রিয় গান অব তেরে বিন জি লেঙ্গে হম থাকছে ছবির থার্ড সিক্যুয়েলে।সেই গানের একটি ছোট্ট টিজারও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নির্মাতারা।