বলিউডে এখন বিয়ের মরসুম। ক্যাটরিনা কাইফ- ভিকি কৌশলের রাজকীয় বিয়ের পর পরই বিয়ে সেরেছেন টেলিসুন্দরী অঙ্কিতা লোখান্ডে আর ভিকি জৈন। বিয়ের তোড়জোড় করছেন বাঙালি কন্যে মৌনি রায়। শোনা যাচ্ছে ফেব্রুয়ারির ৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরও এক টেলিসুন্দরী। ফেব্রুয়ারিতেই বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তন্না।
রিয়েল এস্টেট ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন করিশ্মা। ফেব্রুয়ারির ৪ তারিখ মেহেন্দি ও সংগীত হওয়ার কথা তাঁদের। বিয়ের দিনই নিজের সহকর্মী এবং বন্ধু- বান্ধবদের জন্য রিসেপশন পার্টির আয়োজন করবেন করিশ্মা।
সূত্রের খবর, নভেম্বর মাসেই নাকি করিশ্মা- বরুণের বাগদান পর্ব মিটেছে। তবে বিয়ে নিয়ে এখনই বিশেষ কিছু বলতে নারাজ করিশ্মা। প্রায় বছর দেড়েক প্রেমের পর বরুণের সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন করিশ্মা। এক কমন ফ্রেন্ডের পার্টিতেই আলাপ হয়েছিল করিশ্মা- বরুণের। প্রেম অবশ্য রেখেঢেকেই রেখেছিলেন করিশ্মা।