ওয়েব ডেস্ক: আলিয়া ভাটের কান ডেবিউ। ভাইয়ের বউয়ের জন্য মুম্বইয়ে বসে গলা ফাটালেন করিনা কাপুর। কান ফিল্ম ফেস্টিভ্যাল-এর লাল গালিচায় (2025 Cannes Film Festival) পিচ রঙা গাউনে দ্যুতি ছড়ালেন আলিয়া ভাট (Alia Bhatt)। নিজের লুকের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আলিয়া। একটি সাদা কালো ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি।
View this post on Instagram
রেড কার্পেটে আলিয়ার লুক স্পটলাইট কেড়ে নিয়েছে। অভিনেত্রীকে দেখা গেল, পিচ রঙা গাউনের ওপর নেট ও মুক্তো দিয়ে করা সূক্ষ ফুলের কাজে গাউনে। প্যাস্টেল শেডের শিয়াপরেলি কালেকশনের বডিকন ড্রেস। কানে ছোট্ট হিরে-মুক্তোর দুল। টাইট করে বাঁধা খোপা। সাজপোশাকের নেপথ্যে সোনম কাপুরের দিদি রিহা কাপুর। গ্ল্যামার দেখেই চোখ ফেরাতে পারছেন না করিনা কাপুর। ভ্রাতৃবধূকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত তিনি যে ছবি শেয়ার করে ‘ভাই’ বলে সম্বোধন করে ফেলেছেন।
Alia Bhatt for the cannes film festival💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥#AliaBhatt #Cannes2025 pic.twitter.com/z1nKr0Dcc8
— SUDHEER MAX (@sudheermax) May 23, 2025
অন্য খবর দেখুন