ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের(Kareena Kapoor Khan) পাকিস্তান সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দুবাইতে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফারাজ মানানের(Pakistani Fashion Designer Faraz Manan) সঙ্গে তার ছবি ভাইরাল হওয়ার পর এই বিতর্ক আবারও মাথাচাড়া দিয়েছে। তবে শুধু সাম্প্রতিক ঘটনা নয়, করিনার স্বামী সাইফ আলি খানের(Saif Ali Khan) পাকিস্তানি আত্মীয়-পরিজন থাকার বিষয়টি এবং অতীতে করিনার একাধিকবার পাকিস্তান সফরের আগ্রহ প্রকাশ সাংবাদিক মহলে আগ্রহের জন্ম দিয়েছে।
আরও পড়ুন:‘কিল বিল’ ও ‘রিজার্ভোয়ার ডগস’ তারকা মাইকেল ম্যাডসেন মারা গেলেন
পাহেলগাঁও হামলার পর থেকে ভারত-পাকিস্তান সাংস্কৃতিক আদান-প্রদান থমকে গেছে। বর্তমানে পাকিস্তানি শিল্পী ও ক্রিকেটারদের ভারতে আসা-যাওয়া বন্ধ। কিন্তু কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। দুই দেশের মধ্যে এক সময় সৌজন্যমূলক সম্পর্ক বিদ্যমান ছিল, যেখানে পাকিস্তানি তারকারা ভারতে এসে কাজ করতেন এবং ভারতীয় তারকারা পাকিস্তানে জনপ্রিয় ছিলেন। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং কারিনা কাপুর খানের মতো তারকাদের প্রতি পাকিস্তানের মানুষের ভালোবাসা অজানা নয়।
করিনা তার কর্মজীবনের শুরুতেই ‘রিফিউজি’ ছবিতে একটি পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘কুরবান’ ছবিতেও তাকে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখা যায়। ২০১২ সালে পাকিস্তানের একটি অনুষ্ঠানে করিনা নিজেই জানান যে, তার স্বামী সাইফ আলি খানের অনেক আত্মীয়-পরিজন এখনও পাকিস্তানে থাকেন এবং তারা প্রায়শই ফোন করে তাদের সেখানে আসার আমন্ত্রণ জানান। সে সময় কারিনা জানিয়েছিলেন, সময় ও সুযোগ পেলে তিনি অবশ্যই পাকিস্তান যাবেন। একই সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি, তাই হয়তো আমাকে পাকিস্তানি বলে দিব্যি চালিয়ে দেওয়া যায়।” দশ বছর আগেও করিনা পাকিস্তানে গিয়ে সেখানকার মেয়েদের শিক্ষার গুরুত্ব প্রচারে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
তবে পাহেলগাঁও ঘটনার(Pahelgao incident) পর পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফারাজ মানানের সঙ্গে করিনা কাপুর খানের ছবি নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়। সম্প্রতি দুবাইয়ে করিনা পাকিস্তানি পোশাকশিল্পী ফারাজ মানানের সঙ্গে দেখা করেন। অতীতেও করিনা ফারাজের পোশাক সংস্থার মুখ হিসেবে কাজ করেছেন এবং দুবাইয়ে তার বিপণি সংস্থার অনুষ্ঠানেই যোগ দিতে গিয়েছিলেন। ফারাজ সেই অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে শেয়ার করার পরই বিতর্ক শুরু হয়।