রবিবার মানেই নিজের মতো করে সময় কাটানো। আম-আদমির মতো রবিবারের ছুটিটা তারকাদেরও বড্ড পছন্দের। আপনার- আমার মতোই আলস্য দিয়েই দিনের শুরুটা করেন তাঁরা।
সোশ্যাল সাইটে নিজেদের রবিবারের মুহূর্ত শেয়ার করলেন করিনা কাপুর খান। এক কাপ কফি আর বই- এই দুয়ের সঙ্গেই রবিবারের শুরুয়াত করেছিলেন করিনা। কফিটা তাঁর বটে বই কিন্তু বেবোর বেটার হাফের। সোশ্যাল মিডিয়া পোস্টে তাও খোলসা করেছেন সইফ-পত্নী নিজেই।
আসলে বেবো বড় একটা বইপত্র পড়েন না। এদিকে সইফ একেবারে বুক ওয়ার্ম । তাই তো বেবোর পোস্টে সকালের কফি আর সইফের বই পাশাপাশি রইল।
শুক্রবারই পতৌদি হাউজে টানা ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন সইফ- বেবো। নিজেদের আস্তানায় ফেরার পর এমন একটা জমাটি রবিবারের সকাল তো বনতা হ্যায়।আপনারা কী বলেন?