নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন।বলিপাড়তেও কোভিডের হানা অব্যহত।করোনায় আক্রান্ত টিনসেল টাউনের দুই সেনসেশন করিনা কাপুর খান ও অমৃতা অরোরা।অভিযোগ উঠছে,কোভিডবিধি ভেঙে সম্প্রতি শহরের বেশ কিছু পার্টিতে হাজির ছিলেন দুই নায়িকা।করিনা-অমৃতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্দেশ দিয়েছে,গত কিছুদিনের মধ্যে দুজনের সংস্পর্শে আসা প্রত্যককেই আরটিপিসিআর পরীক্ষা করা হবে।বেবো এবং অমৃতার বন্ধুত্ব দীর্ঘদিনের।দুজনেই যে পার্টি করতে ভালোবাসেন তা বলার অপেক্ষা রাখে না।সদ্যই নাকি রিয়া কাপুর এবং করণ জোহরের পার্টিতে হাজির ছিলেন অমৃতা ও করিনা।পার্টিতে বহু বলি সেলিব্রিটি হাজির ছিলেন বলেই খবর।তবে নিজেদের অসুস্থতা নিয়ে এখনও সোশ্যাল সাইটে নিশ্চিত করেননি কেউই।