নতুন বছরকে স্বাগত জানিয়ে চুটিয়ে পার্টি করলেন সইফ ও করিনা।নতুন বছর শুরুর আনন্দ তো রয়েছেই।পাশাপাশি সদ্যই করোনামুক্ত হয়ে সুস্থ হয়েছেন বেবো।তাই চলল ডবল সেলিব্রেশন।অন্যান্য বছর সইফ-করিনা তৈমুরকে সঙ্গে নিয়ে বিদেশ চলে যান নিউ ইয়ার সেলিব্রেশন করতে।কিন্তু এইবছর আর সেই পথে হাঁটেননি সইফিনা।কারণ ছোট ছেলে জেহ এখনও খুব ছোট।আর তার চেয়েও বড় কথা গোটা বিশ্ব জুড়ে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ।এই পরিস্থিতিতে ফরেন আউটিংয়ে যাওয়ার কথা ভাবেননি সেলেব কাপল।মুম্বইতে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত পাবলিক প্যালেস।তাই বাড়িতেই চলল দারুণ সেলিব্রেশন।
পার্টিতে সইফ-করিনা ছাড়াও এসেছিলেন কুণাল খেমু ও সোহা আলি খান।সপরিবারে চলল ভরপুর খানাপিনা।পার্টি মোমেন্টের ছবি নিজেই ইনস্টায় শেয়ার করতে ভোলেননি কুণাল খেমু।
View this post on Instagram
View this post on Instagram