দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে করণ জোহরের প্রযোজনার একধিক ছবির মুক্তি। অবশেষে প্রকাশ্যে আসছে ধর্মা প্রোডাকশনের একাধিক ছবির মুক্তির দিনক্ষণ।গত সপ্তাহেই জানা গিয়েছে আগামী বছর ১১নভেম্বর মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘যোদ্ধা’।প্রকাশ্যে এসেছে বরুণ ধাওয়ান-কিয়ারা আডবানীর ‘যুগ যুগ জিও’-র মুক্তির দিনও।এবার জানা গেল করণের প্রযোজনার আরও একটি ছবির নাম, এবং কবে মুক্তি পাবে সেই ছবি।ধর্মা প্রোডাকশনসের এই নতুন ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।ছবিতে জুটি বাঁধতে চলেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর।‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল’ ছবির পরিচালক শারণ শর্মা।ছবির গল্প আদপে একটি স্পোর্টস ড্রামা বলেই খবর।
View this post on Instagram
শোনা যাচ্ছে,‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ তেই জাহ্নবী কাপুরের বিপরীতে কার্তিক আরিয়ানকে মনোনীত করেছিলেন প্রযোজক করণ জোহর। তবে পারিশ্রমিক নিয়ে মনোমালিন্যের জেরে করণের একাধিক ছবি থেকে বাদ পড়েছিলেন ‘ধামাকা’-র অভিনেতা।তখনই ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-র কাস্টিং থেকে বাদ পড়েন কার্তিক। তার বদলে রাজকুমার রাওকে বেছে নেন কেজো।
এর আগে হরর কমেডি ফিল্ম ‘রুহি’-তে দর্শকমনে মনে ব্যর্থ হয়েছে রাজকুমার-জাহ্নবীর জুটি।তবে শারণের নতুন ছবিতে এই জুটিকে দেখার জন্য মুখিয়ে আসেন সিনেপ্রেমীরা।তবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।কারণ সবকিছু ঠিক থাকলে আগামী বছর ৭অক্টোবর মুক্তি পাবে রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।