করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’-তে জুটি বেঁধেছেন রণবীর সিং আর আলিয়া ভাট। কেজোর ছবির রকি- রানি তাঁরাই।শুধুই অভিনয় নয়, শোনা যাচ্ছে ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’তে নাকি গানও গাইবেন রণবীর আর আলিয়া। কেজোর ছবির গানে সুর করবেন প্রীতম চক্রবর্তী।
আলিয়া এবং বীরের কাছে অবশ্য গান গাওয়া নতুন কোনও অভিজ্ঞতা নয়, এর আগেও ‘গালি বয়’-এর জন্য গান গেয়েছিলেন রণবীর। ‘হাইওয়ে’-তে শোনা গেছে আলিয়ার গান। এবার নাকি কেজোর ছবির জন্য ফের গান গাইবেন তাঁরা।
এরই মধ্যে ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’-র গানের স্বত্ত্ব বিক্রি করে দিয়েছেন করণ। ভারতের প্রাচীনতম মিউজিক কোম্পানি ‘সারেগামা’-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ধর্মা প্রোডাকশন। ধর্মার সঙ্গে যুক্ত হতে পেরে খুশি সারেগামা।
‘সারেগামা’-র সঙ্গে ধর্মা প্রোডাকশনের যোগসূত্র অনেকদিনের। এতদিন পর ফের একবার ‘সারেগামা’-র সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি করণ জোহর। সারেগামা- ধর্মা প্রোডাকশন একসঙ্গে ‘ডুপ্লিকেট’-এর মতো মিউজিক্যাল হিট ছবি উপহার দিয়েছে, ‘রকি অওর রানি’-র ক্ষেত্রেও এমনই কিছু ম্যাজিক আশা করছেন ধর্মার কর্ণধার করণ।
আলিয়া- রণবীর ছাড়াও রকি রানি-র প্রেমকাহিনি-তে দেখা যাবে শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনকেও।