মুম্বই : গতবছরের শেষের দিকেই সইফ-পুত্র ইব্রাহিম আলি খান সংবাদের শিরোনামে উঠে এসেছেন। বলিউডে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছিল। করণ জোহরের সঙ্গে নবাব পরিবারের ছেলে ইব্রাহিম সহকারী পরিচালকের কাজে হাত পাকানোর পর নাকি বলিউড পর্দায় ডেবিউ করতে চলেছেন! করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেই তিনি সহকারী পরিচালকের কাজ করেছেন। তখনই জানা গিয়েছিল বোমান ইরানির ছেলে পরিচালক কায়োজ ইরানির ছবিতেই দেখা যাবে নবাব-পুত্রকে।
প্রসঙ্গত, উল্লেখ্য শর্মিলা ঠাকুর থেকে শুরু করে করিনা কাপুর, সইফ-কন্যা সারা আলি খান সকলেই অভিনয় জগতের নাম করা তারকা। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন ইব্রাহিম আলি খান! করণ জোহরের হাত ধরে বলিউডে ইতিমধ্যেই ডেবিউ করেছেন বরুণ ধাওয়ান,আলিয়া ভাট, অনন্যা পান্ডেরা। এবার সেই তালিকায় সংযোজন হতে চলেছে সইফ আলি খান- অমৃতা সিং এর পুত্র ইব্রাহিম আলি খানের। তাঁর ডেবিউ ছবির সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ছবির নাম জানা গেছে ‘সারজামিন’।
ছবির প্রযোজক করণ জোহর ইতিমধ্যেই নাকি এই ছবির জন্য কাজলের সঙ্গেও যোগাযোগ করেছেন। সম্ভবত কায়োজ ইরানি পরিচালিত এই ছবিতে ইব্রাহিম এর বিপরীতে কোন নায়িকা থাকবেন না। কাজলকেই দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ইব্রাহিমকে সেটে দেখলে খুব স্বাভাবিক কারণেই সইফের কথা মনে পড়ে যায়। একেবারে বাবার কার্বন কপি। অনেকেরই মতে ও যথেষ্ট বুদ্ধিমান এবং স্মার্ট। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও ইব্রাহিম যথেষ্ট জনপ্রিয়। পাপারাৎজিদের কাছে একজন আকর্ষণীয় স্টারকিড। খবর রটেছে সেটা শ্বেতা তিওয়ারি-কন্যা পলক তিওয়ারির সঙ্গে ইব্রাহিমের প্রেম নাকি বেশ জমে উঠেছে। দুজনকে একসঙ্গে প্রকাশ্যে দেখাও যায়। যদিও ইব্রাহিম তার নিজের ইনস্টা অ্যাকাউন্ট প্রাইভেট করে রেখেছেন। অনেকেরই আশা বলিউডের পর্দায় পা রাখলে এর বদল ঘটবে।