হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬বছর বয়সে প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার। শুক্রবার সকালেই জিমে সময় কাটানোর সময় তিনি বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করেন।তখনই তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে অভিনেতার শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে আসেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই।হাজির ছিলেন প্রয়াত পুনিত রাজকুমারের দাদা তথা কন্নড় অভিনেতা শিবরাজ কুমার,এসেছিলেন অভিনেতা যশও।দাদা শিবরাজকুমারের নতুন ছবি বজরঙ্গী ২ তে শেষ কাজ করেছিলেন পুনিত রাজকুমার।এদিন সকালেও বজরঙ্গী ২ এর সাফল্য কামনা করে একটি ট্যুইট করেন অভিনেতা।পুনিত রাজকুমারের প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী চলচ্চিত্র জগৎ।
আরও পড়ুন – রাজনীকান্ত হাসপাতালে
Best wishes for the entire team of #Bhajarangi2. @NimmaShivanna @NimmaAHarsha @JayannaFilms
— Puneeth Rajkumar (@PuneethRajkumar) October 29, 2021