ফের বিয়েবাড়ির গল্প নিয়ে ছবি আর সেই ছবিতে অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাওয়াত।ছবির প্রযোজনার দায়িত্বেও তাঁর সংস্থা মণিকর্ণিকা ফিল্মস।না কুইন-এর সিক্যুয়েল নয়,তন্নু ওয়েডস্ মন্নু-র প্রিক্যুয়েলও নয়।একদম আনকোরা নতুন বিয়েবাড়ির গল্পে দেখা যাবে বলিউডের মোস্ট কন্ট্রোভার্সিয়াল হিরোইনকে।ছবির নাম টিকু ওয়েডস্ শেরু,এমনটাও ঠিক হয়ে গিয়েছে বলে বলিপাড়ায় জোর জল্পনা।
ছবিতে কঙ্গনার বিপরীতে নায়কের ভূমিকায় যিনি থাকছেন,তাঁর নামটা শুনলে আপনারা কিন্তু একটু হলেও চমকাবেন,আর কেউ নন,তিনি সেক্রেড গেমসএর গণেশ গাইতোণ্ডে, ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি।কি,ব্যপারটা শুনে বেশ এক্সাইটেড লাগছে তো।একে কঙ্গনায় রক্ষে নেই,তাঁর উপর আবার নওয়াজ দোসর।হাই ভোল্টেজ এই রোম্যান্টিক কমেডির পরিচালনা করবেন কঙ্গনার খুব কাছের মানুষ,পরিচালক সাঁই কবীর।
ছবির নায়ক-নায়িকার নাম যখন নওয়াজ এবং কঙ্গনা তখন ছবিতে যে রোম্যান্স আর কমেডি ছাড়াও আরও অনেক কিছু থাকবে সেটা আর নতুন কথা কি।শোনা যাচ্ছে টিকু ওয়েডস্ শেরুতে থাকছেন একঝাঁক দুর্দান্ত কলাকুশলী।ছবি নিয়ে খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে আরও খবর।