আবার একবার সংবাদের শিরোনামে উঠে এলেন বলিউডের বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবি প্রসঙ্গে কারণকে তুলনা করার পাশাপাশি রণবীর সিংয়ের পৌরুষত্ব নিয়ে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তারপর চব্বিশ ঘন্টা না পেরেতে ই এবার বিজেপি নেতা যথা রাজ্যসভার প্রাক্তন সদস্য বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামীর সঙ্গে বিতর্কে জড়ালেন বলিউডের ‘বিতর্কিত কুইন’।
প্রসঙ্গত, কয়েক বছর আগে মুম্বইকে ‘পাকিস্তান বিকৃত কাশ্মীর’ আখ্যা দিয়ে মুম্বাই পুলিশের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছিলেন কঙ্গনা রানাওয়াত। তারপরে শিবসেনার হুমকির মুখে পড়তে হয় কঙ্গনাকে। যার জেরে কেন্দ্রীয় সরকার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করেন বলিউড নায়িকার। এবার কঙ্গনার নাম না করে বিজেপি নেতা টুইট করেছেন,”এসপিজি অর্থাৎ ‘সোশ্যাল প্রোটেকশন গ্রুপ’ তাঁর গতিবিধির উপর নজর রেখেছে নিরাপত্তার জন্য। আমি ভাবছি বলিউড তারকাদের ট্র্যাক করা ‘এসপিজি’র কাজ নয়। ওর ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থায়ে উচ্চস্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে।” এরপরই সুব্রামানিয়াম এর উদ্দেশ্যে ঝাঁঝালো টুইট করেছেন কঙ্গনা।
তিনি লিখেছেন, “আমি শুধু একজন বলিউড তারকা নই স্যার, আমি একজন খুব সোচ্চার এবং উদ্বিগ্ন নাগরিকও। আমি মহারাষ্ট্রে রাজনৈতিক বিদ্বেষের লক্ষ্য ছিলাম, আমার জোরেই জাতীয়তাবাদীরা এখানে সরকার তৈরি করতে পারে। আমি টুকরে গ্যাং সম্পর্কও প্রতিবাদ করেছি। খালিস্তানি গোষ্ঠীগুলির তীব্র নিন্দা করেছি। আমি একজন পরিচালক,লেখক এবং প্রযোজক। আমার পরবর্তী প্রযোজনা জরুরি অপারেশন ব্লুস্টারের সাথে জড়িত…. কাজেই আমার প্রাণ সংসার যথেষ্ট আশঙ্কা রয়েছে। তাই আমি নিরাপত্তার জন্য অনুরোধ করেছিলাম… এর মধ্যে কি কিছু ভুল রয়েছে!”
প্রসঙ্গত, দিন কয়েক আগেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন আর এক বিজেপি নেতা। ‘তেজস’, ‘ধাকড়’, ‘এমার্জেন্সি’- কাঙ্গনার একাধিক ছবির জন্য নাকি তিনি ছাড়পত্র যোগাড় করে দিয়েছিলেন।বিভিন্ন জায়গায় শুটিং-বায়ু সেনার ঘাঁটিতে উড়ান, এসব ক্ষেত্রে কঙ্গনাকে রীতিমত প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয়েছে। আর যেহেতু তিনি বিজেপি পরিচালিত সরকারের অনুগামী কাজেই সেসব অনুমতি পেতে অভিনেত্রীর কোন অসুবিধা হয়নি। সূত্রের খবর বিজেপি নেতা ময়ঙ্ক মধুর-এর সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই সূত্র ধরেই তিনি সর্বত্র অনুমতি পেয়ে গিয়েছিলেন। বদলে ‘তেজস’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে ওই বিজেপি নেতাকে অভিনয়ের কাজ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেত্রী-পরিচালক। কিন্তু কাজ হয়ে যাবার পর কঙ্গনা নাকি সেই প্রতিশ্রুতি থেকে মুখ ঘুরিয়ে নেন। তারপরেই গেরুয়া শিবিরের ওই নেতা নায়িকাকে ‘প্রতারক’ বলে কটাক্ষ করেন।