শ্যুটিং থেকে বেশ কিছুদিন হল ছুটি নিয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত।আপাতত তার ছবির শ্যুটিং শেষ।তবু ছুটিতে আছেন,তাতে কি? কাজ থেকে তিনি আর বিরতি পেলেন কই?কিছুদিন হল অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনার জগতেও পা রেখেছেন রিভলবার রানি।কিছুদিন আগেই শুরু হয়েছে কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মসের নতুন ছবি ‘টিকু ওয়েডস্ শেরু’-র শ্যুটিং।সাই কবীর পরিচালিত এই রোম্যান্টিক কমেডি ড্রামায় মুখ্য ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অভনীত কৌর।
ইদানিং নাকি প্রতিদিনই নিয়ম করে ছবির শ্যুটিং ফ্লোরে যাচ্ছেন কঙ্গনা।তারই ঝলক ধরা পড়েছে অভিনেত্রীর ইনস্টা স্টেটাসে।কোনও ছবিতে তিনি মনিটরের সামনে বসে রয়েছেন, তো কোনও ছবিতে দেখা যাচ্ছে কঙ্গনা অভিনয় শিখিয়ে দিচ্ছেন অভনীত কৌরকে।ছবিতে কঙ্গনা লিখলেন,শহরে নতুন অ্যাক্টিং কোচ এসেছে।
টিকু ওয়েডস্ শেরু-র নায়িকা অভনীত কৌর ছোটপর্দার ধারাবাহিক ও রিয়েলিটি শোয়ের চেনা মুখ।মর্দানি এবং মর্দানি ২ এর মতো ছবিতেও ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।তবে নায়িকা হিসেবে অভনীতের এটাই প্রথম কাজ।তাও আবার নওয়াজের বিপরীতে।তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করা নবাগতা হিসেবে অভনীতের কাছে বড় অভিজ্ঞতা।পাশাপাশি তার নতুন অ্যাক্টিং কোচ কঙ্গনা তো রয়েছেনই।
কুইনের নায়িকা যে অভিনেত্রী হিসেবে দুর্দান্ত, তার অতিবড় নিন্দুকও বোধহয় একবাক্যে সেকথা স্বীকার করে নেন।একদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকি,অন্যদিকে কঙ্গনা রানাওয়াত। অভনীতের অভিনয় শিক্ষাটা যে দারুণ হচ্ছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।