কঙ্গনার মুখে শাহরুখের প্রশংসা শুনে অনেকেই ভাবছেন উলটপুরাণ। শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাওয়াত। তাঁর কথায় ‘এসআরকে সিনেমার ঈশ্বর’।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সারাদেশে শাহরুখের ‘জওয়ান’ মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে যেন সুনামি এনেছে। বলিউডের কিং খান জানো এখন নিজেরই প্রতিদ্বন্দ্বী। ‘পাঠান’কে পিছনে ফেলে ব্লকবাস্টার হতে চলেছে ‘জওয়ান’।
প্রসঙ্গত বৃহস্পতিবার জবান মুক্তির পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বলিউডের বিতর্কিত ‘কুইন’ কঙ্গনা শাহরুখের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। চার বছর পর বলিউড কিং সাফল্যের আলো দেখেছেন। একের পর এক ছবি ফ্লপ হয়েছে। কঙ্গনা লিখেছেন, ‘শাহরুখের লড়াইটা সত্যিই নজর কাড়া’। রোমান্টিক হিরো থেকে শাহরুখ এখন অ্যাকশন হিরো। পরপর দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। সারা পৃথিবীতে শাহরুখের নতুন ছবি প্রথম দিন ব্যবসা করেছে ১২০ কোটি টাকা। সারা জাগিয়েছে দক্ষিণ ভারতেও। বলিউড তারকারাও শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন। তাই পিছিয়ে থাকেন নি কঙ্গনা রানাওয়াতও।
তিনি সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় থেকে এক দশক ধরে স্ট্রাগল করে দর্শকদের সঙ্গে নিজের কানেকশন বানান ৪০-৫০ বছর বয়সে এসে। তারপর প্রায় ৬০ বছরে গিয়ে ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান সেটা বাস্তব জীবনেও কিছু কম সুপার হিরোইক নয়।আপনার পরিশ্রম, অধ্যাবসায় সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’
প্রসঙ্গত, এর আগে শাহরুখ খানকে অনেকবারই আক্রমণ করেছেন কঙ্গনা। এমনকী শাহরুখের ছেলে আরিয়ান খানকে যখন মাদক কাণ্ডে পড়তে হয়েছিল জেরার মুখে তখনও ‘নেপোকিড’এর বিরুদ্ধে কটাক্ষ হেনেছিলেন অভিনেত্রী। এবার কঙ্গনার এই পোস্ট দেখে সেই কথাই মনে করিয়ে দিলেন নেটিজেনদের একাংশ। ‘কঙ্গনা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, শাহরুখের একেবারেই এই প্রশংসায় কান দেওয়া উচিত নয়’, মন্তব্য এক নেটিজেনের।