জটাধারী,গলায় মালা পরনে হলুদ রঙের পোশাক, নো মেকআপ লুকে একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী কাজল। মাথা কি একেবারেই কাজ করছে না কাজলের! নিজেকেই নাকি চিনতে পারছেন না তিনি! লিখেছেন, ‘কে আমি’! তাহলে কি অতিরিক্ত কথা বলার কারণে সব ভুলে যাচ্ছেন? কথা বলায় তার জুড়ি মেলা ভার। একবার তো স্বামী অভিনেতা অজয় দেবগন বলেই ফেললেন, কাজল সারাদিন বকবক করে গেলেও তিনি নাকি কিছুই কানে তোলেন না। বরঞ্চ তাঁকে ইগনোর করেন!
কাজলের ভক্ত অনুরাগীদের মধ্যে অনেকে আবার লিখেছেন, মুম্বইয়ের বিভিন্ন অভিজাত জায়গায় নতুন নতুন অফিস স্পেস কিনে অভিনেত্রীর মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে! সম্প্রতি তিনি আবার শহরের অভিযাত্রা জায়গায় ৭.৬৪ কোটি টাকার অফিস কিনেছেন বলে জানা গিয়েছে। অজয় দেবগনের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও রিয়েল এস্টেট এর ব্যবসায় এগিয়ে চলেছেন।
এদিকে কাজের ফ্রন্ট এ কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল ওয়েব শো ‘দ্যা ট্রায়াল’ এ। ‘লাস্ট স্টোরিজ ২’ থেকে শুরু করে সর্বত্রই নিজের ক্লাস পারফরমেন্স এর ছাপ রাখতে পেরেছেন কাজল। তাকে পরবর্তীতে নেটফ্লিক্সের ‘দো পাত্তি’তে দেখা যাবে। এই ছবিতে কাজল এর সঙ্গে থাকবেন কৃতি শ্যানন।