মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল।অভিনেত্রী যে সন্তানসম্ভবা, সেই অনুমান মাসখানেক আগেই করেছিল নেটদুনিয়া।তবে বিষয়টি নিয়ে স্পিকটি নট ছিলেন সিংহমের নায়িকা।কিন্তু সেই নিয়ে চর্চা মোটেও থেমে যায়নি।অবশেষে নতুন বছরের শুরুতেই পাকাপাকি সুসংবাদ দিলেন কাজলের স্বামী গৌতম কিচলু।সোশ্যাল সাইটে কাজলের একটি মিস্টি ছবি শেয়ার করে ইমোজিতেই বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী সন্তানসম্ভবা।বছরের প্রথম দিনেই বরের সঙ্গে ছবিও শেয়ার করেছেন কাজল আগরওয়াল।ছবিতে স্পষ্ট নায়িকার বেবি বাম্প।একদিকে গৌতমের সোশ্যাল সাইট পোস্ট অন্যদিকে দম্পতির নতুন ছবি।কাজলের প্রেগনেন্সি নিয়ে দুইয়ে দুইয়ে চার করতে মোটেও ভুল হয়নি নেটদুনিয়ার।সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
View this post on Instagram
View this post on Instagram