৮৩- তে ভারতের বিশ্বকাপ জয়ের ওপর ভিত্তি করে কবীর খানের ছবি ‘৮৩’। দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল ছবির ছোট্টো টিজার। প্রথম ঝলকেই মন কেড়ে নিয়েছে ‘৮৩’।
টিজারে দেখা মিলেছে ৮৩ বিশ্বকাপে লর্ডসের মাঠে ভারত- ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপের টুকরো মুহূর্ত। হাওয়া ভাসতে থাকা বল মুঠোবন্দি হল কপিল পাজির হাতে, তৈরি হল সেই ঐতিহাসিক মুহূর্ত। প্রথম বারের জন্য বিশ্বকাপ উঠল ভারতের হাতে।
২৪ ডিসেম্বর বড়পর্দায় দেখা যাবে রণবীর সিং একাদশের বিশ্বকাপ জয়ের গল্প। তার আগে নভেম্বরের ৩০ তারিখ সামনে আসবে ছবির ট্রেলার। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কানাড়া, মালয়লাম ভাষায় মুক্তি পাবে ট্রেলার।আপাতত টিজারেই ভেসে এল ঐতিহাসিক মুহূর্তের রূপকথা ।
রইল ‘৮৩’-র টিজার –