প্রিয়াংকা চোপড়া জোনাসের ভাসুরের সংসার নাকি ভাঙতে চলেছে। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের মতই জো জোনাসের গানে মুগ্ধ হন দর্শকরা। কেভিন জোনাস, জো জোনাস ও নিক জোনাসের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড।সেই জো জোনাস এবং অভিনেত্রী স্ত্রী সোফি টার্নার দম্পতি বিবাহ-বিচ্ছেদের দিকে এগোচ্ছেন বলে জানা যাচ্ছে। তাদের বর্তমান সম্পর্ক এখন সংবাদের শিরোনামে। একটি প্রতিবেদনে জানানো হয়েছে ৪ বছর ধরে বিবাহিত জীবন কাটানোর পর জো এবং সোফি আলাদা থাকার পরিকল্পনা করছেন। প্রসঙ্গত, সোফি টার্নার ‘গেম অফ থ্রোনস’ এ সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে যথেষ্ট পরিচিতি পেয়েছেন ইতিমধ্যেই জো জোনাস লস এঞ্জেলেসে বিবাহবিচ্ছেদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন। দম্পতি দুই কন্যা সন্তান রয়েছে।
যদিও সাম্প্রতিক সময় জো জোনাস এবং সোফিকে বহু অনুষ্ঠানে প্রকাশ্যে একসঙ্গেই দেখা গিয়েছে। একে অপরের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে। এমনকি সম্প্রতি জোনাস ব্রাদার্সের মিউজিক সফরে জো-এর সঙ্গেই ছিলেন। তবে তাঁদের ঘনিষ্ঠ মহল বলছে জো-সোফির মধ্যে গত ৬ মাস ধরে সমস্যা চলছে। বেশকিছু সামাজিক অনুষ্ঠানে জো-এর হতের বিয়ের আংটিটি আর দেখা যায়নি। দম্পতি সম্প্রতি তাঁদের মিয়ামি ম্যানশন বিক্রি করে দিয়েছেন। যদিও ঠিক কী নিয়ে জো এবং সোফির মধ্যে সমস্যা তৈরি হয়েছে, তা স্পষ্ট নয়।
তাঁদের বিবাহ বিচ্ছেদের খবরে অনেকেই হতবাক হয়েছেন। যদিও দুজনের কেউই প্রকাশ্যে এখনো কিছু বলেননি। তবুও ইন্টারনেটে তাঁদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বহুভক্ত এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে লিখেছেন ভালোবাসায় বিশ্বাস হারিয়ে ফেলেছেন এই তারকা দম্পতি। এটি অত্যন্ত মর্মান্তিক।প্রিয়াঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাস মার্কিন যুক্তরাষ্ট্রের থাকার কারণে দুই মেয়ের যত্ন নিতেন।